খাজা রাশেদ লালমনিরহাট : সোমবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। মহান বিজয় দিবস যথাযোগ্য ভাবে পালনের লক্ষ্যে সারাদেশের ন্যায় লালমনিরহাটে নানান কর্মসূচিতে উদযাপিত হচ্ছে দিবসটি। ৫৪ তম মহান বিজয় দিবসটির প্রথম প্রহরে সূর্যোদয়ের সাথে সাথে সকাল ৬.৪২ মিনিটে লালমনিরহাট মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটি সুচনা হয়। পরে লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার এ নেতৃত্বে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলামের নেতৃত্বে জেলা পুলিশ ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লালমনিরহাট জেলা কমান্ডসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও অরাজনৈতিক সংগঠনগুলো পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদের সৃতি স্মরণে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করেন।
সে সময় শহীদ বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, বীর মুক্তিযোদ্ধা এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
দিবসটি উপলক্ষ্যে লালমনিরহাট জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। পরে সকাল ৯টায় জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন,দিনব্যাপী বিজয় মেলা, সকাল ১১টায় বীর মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা ও সম্মাননা।বিকালে শিশুদের জন্য মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
এছাড়াও কর্মসূচির মধ্যে সুবিধাজনক সময়ে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শন, সরকারি হাসপাতাল, জেলখানা, শিশু পরিবারসহ ছিন্নমূল মানুষের মাঝে খাবার পরিবেশন ও মসজিদ মন্দিরে বিশেষ দোয়া প্রার্থনা।।