আসাদুল ইসলাম সবুজ ।। লালমনিরহাট শহরে মাস্ক না পরায় ১০ জনের অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাস্ক না পরায় লোকজনকে মাস্ক প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাট শহরের মিশন মোড় ও সেনামৈত্রী মার্কেট এলাকায় এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জি. আর. সারোয়ার।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জি. আর. সারোয়ার জানান, করোনা সংক্রমণ ঠেকাতে ঘরের বাইরে বের হলে মাস্ক বাধ্যতামুলক পড়তে হবে। কেউ মাস্ক ছাড়া বেরুলেই করা হচ্ছে জরিমানা। করোনা ভাইরাস প্রতিরোধে মানুষ কে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করছে জেলা প্রশাসন। গত কয়েক দিন ধরে মানুষ মানছে না কোনো নিয়মনীতি। সুযোগ পেলেই মাস্ক ছাড়াই অকারণে ঘুরে বেড়াচ্ছে মানুষ। ওই সময় মাস্ক না পরা, মাস্ক ঝুলিয়ে রাখা, পকেটের রাখা ও স্বাস্থ্যবিধি না মানায় সংক্রমণ আইনে ১০ জনের কাছ থেকে জনপ্রতি ১০০ টাকা হারে জরিমানা আদায় করা হয়। এছাড়াও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার সময় মাস্ক বিতরণ করা হয়।
পাশাপাশি করোনা সচেতনতা তৈরিতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।