ঢাকামঙ্গলবার , ১৮ মার্চ ২০২৫
  1. অপরাধ ও আদালত
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ডেস্ক
  5. কৃষি ও অর্থনীতি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্য-প্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. নির্বাচন
  11. বানিজ্য
  12. বিনোদন
  13. ভিডিও গ্যালারী
  14. মুক্ত মতামত ও বিবিধ কথা
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে মাদক, বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৩

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
মার্চ ১৮, ২০২৫ ১২:০১ পূর্বাহ্ণ
Link Copied!

কেফায়েত উল্লাহ, নিজস্ব প্রতিবেদক:: লালমনিরহাট থানাধীন কুলাঘাট ইউনিয়নের সাকোয়া টিকটিকি মোড়ে কুলাঘাট থেকে বড়বাড়ি গামী পাকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে লালমননিরহাট সদর থানা পুলিশের একটি টিম পুলিশ পরিদর্শক (তদন্ত) বাদল কুমার মন্ডল এর নেতৃত্বে একটি মাইক্রোবাস তল্লাশি করে ০১ টি পিস্তল, ০৩ রাউন্ড গুলি, ৫০ বোতল ফেন্সিডিল সহ ৩ জনকে গ্রেফতার করা হয়।

সোমবার (১৭ মার্চ) ভোর রাতে উপজেলার কুলাঘাট ইউনিয়নের কুলাঘাট থেকে বড়বাড়ি রাস্তার সাকোয়া টিকটিকির মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

লালমনিরহাট সদর থানার ওসি (তদন্ত) বাদল কুমার মন্ডল অস্ত্র ও মাদক উদ্ধার এবং তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার ব্যক্তিরা হলো, ঢাকা জেলার ধামরাই থানার বাংগোলা এলাকার নওশের আলীর ছেলে জুয়েল (২৮), মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার শিমুলিয়া গ্রামের ছোট সাকরাইল এলাকার সুদেব হালদার এর ছেলে লিটন হালদার (২৭), একই থানার খালিশা গ্রামের মোঃ আজিজের ছেলে আসলাম (৩৫)।

লালমনিরহাট সদর থানার ওসি তদন্ত বাদল কুমার মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একটি মাইক্রোবাস থেকে ৫০ পিচ ফেনসিডিল, পিস্তল ও ৩ টি গুলিসহ ৩ জনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।