কেফায়েত উল্লাহ,নিজস্ব প্রতিবেদক:: লালমনিরহাটের মোগলহাট ইউনিয়নের সাত নং ওয়ার্ড ফুলগাছ, চাপার মোড় এলাকা সংলগ্ন নির্জন জায়গার ভুট্টা ক্ষেত থেকে মস্তক বিহীন এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা সফিকুল ইসলামের ভুট্টা ক্ষেত থেকে মস্তক বিহীন মরদেহ উদ্ধার করা হয়েছে।ক্ষেত দেখতে এসে মরদেহ দেখে চিৎকার, চেচামেচি করলে জড়ো হতে থাকে একালার মানুষজন। দূর দূরান্ত থেকে মানুষজন দেখতে আসছে মস্তক বিহীন মরদেহটি।
স্থানীয় বাসিন্দারা জানায় এই মরদেহটি এলাকার কারো নয়। পরিকল্পিত ভাবে নিয়ে এসে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে এলাকাবাসী।
মস্তক বিহীন মরদেহ’র খবরে ঘটনাস্থলে পুলিশ ফোর্স নিয়ে আসেন লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নূরনবী ইসলাম।
তিনি বলেন এই মর্মান্তিক হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হবে।মস্তক বিহীন মরদেহ’র ঘাড়ে কাচা রক্ত দেখে ধারণা করা যাচ্ছে হত্যাটি গত রাতে করা হয়েছে।এছাড়াও মস্তক ও অন্যান্য আলামত উদ্ধারের জন্য এলাকার মানুষজনের দ্বারস্থ হয় পুলিশ।