খাজা রাশেদ, লালমনিরহাট।। ভিমরুল মারতে গিয়ে লালমনিরহাট শহরের প্রাণকেন্দ্র মিশনমোড় এলাকায় অবস্থিত রাফি মেডিক্যাল সেন্টারের উপরতলায় আগুন লাগার ঘটনা ঘটে।
খবর পেয়ে,লালমনিরহাট ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে,শুক্রবার(২৪ আগষ্ট) বিকেল ৩ টার দিকে মিশন মোড়ের রাফি মেডিকেল সেন্টারের ৩য় তলার চিলেকোঠায় ভিমরুলের কলসি অপসারন করার জন্য বাওয়ালি ডাকা হয়।বাওয়ালি এসে আগুনের ধোঁয়া দিয়ে ভিমরুল তাড়াতে গেলে ঐ সময়ে, ভিমরুল ছোটাছুটি শুরু করে দল বেঁধে আক্রমনের জন্য তেড়ে আসে।
ভীমরুলের কামড় থেকে
বাঁচাতে বাওয়ালি আগুনের কুন্ডলী সেখানে ফেলে পালিয়ে যায়। ফেলে যাওয়া সে আগুন চিলেকোঠার বাঁশ-কাঠে ধরে দাউ দাউ করে জ্বলে উঠে।
ফায়ার সার্ভিসের গাড়ি এসে দ্রুত আগুন নিয়ন্ত্রন নেয়ায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।
এসময়,উৎসুক জনতার ভীড় সহ অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা রক্ষায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ছিল।
দ্বায়ীত্বরত ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা বলেন,আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে।বিলম্ব হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো