মোঃ মামুনুর রশিদ মিঠু:: লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের সাকোয়া বাজারের একটি সাইকেল পার্টসের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যাবসায়ী আনোয়ার হোসেন বাদি হয়ে লালমনিরহাট সদর থানায় অজ্ঞাতনামা চোর চক্রের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ ও ভুক্তভোগী সুত্রে যানাযায় সদর উপজেলার সাকোয়া বাজারের মিম সাইকেল ষ্টোর এন্ড অটো হাউজটির সত্যাধীকারী আনোয়ার হোসেন ২০ আগস্ট রাত ১১টার দিকে দোকান ঘর বন্ধ করে তার নিজ বাড়িতে চলে যান।
পরদিন ২১ আগস্ট স্থানীয় এক সালিশ বৈঠকে যোগদান করেন ব্যবসায়ী আনোয়ার হোসেন। তাই এদিন দোকানঘর খুলতে একটু দেরী হয় তার। দোকান খুলে দেখেন পিছন দিকের মাটির তৈরী টিনের চালা ভেঙে ভেতরে ঢুকে তার সিসিটিভির মনিটর ভেঙে ডিভিআর মেশিন নিয়ে গেছে চোরদের ওই চক্র। দোকানের ডয়ারে থাকা নগদ ৫০ হাজার টাকা এবং গোডাউনে থাকা সাইকেল ও অটোরিকশার বিপুল পরিমাণ টায়ারসহ বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে যায় চোরদের ওই চক্র।
এ ঘটনায় ওই ভুক্তভোগী ব্যবসায়ীর প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেন।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অসি অমর ফারুক বলেন, অভিযোগ পেয়ে তদন্তের জন্য ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে।