খাজা রাশেদ, লালমনিরহাট।। লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কাশিপুর ছিলাখানা মাদ্রাসা এলাকায় বিদ্যুৎের আগুনে পুড়ে নিঃস্ব হয়ে গেছে তিনটি পরিবার। সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে ঠাঁই নিয়েছে পরিবারের সদস্যরা।
সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে
গ্রামের মৃতঃ রহিম উদ্দিনের বাড়িতে বৈদ্যুতিক শর্টশার্কিট থেকে আগুন লাগে। ঐ সময়ে দ্রুত ছড়িয়ে আগুন রহিম উদ্দিনের তিন পুত্র নুরজামাল, মেহের জামাল ও নুর ইসলাম এর বাড়িতে লেগে যায়।
আগুনের লেলিহান শিখায় বাড়ি তিনটির বসতঘর সহ ঘরের আসবাবপত্র,ধান-চাল,গোয়াল ঘরে রাখা গরু ইত্যাদি জিনিসপত্র নিমিষেই পুড়ে ছাড়খার হয়ে যায়।
এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসলে খবর পেয়ে,লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মতিয়ার রহমান,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন সহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা দুর্ঘটনাস্থল পরিদর্শন করে খাদ্য সামগ্রী বিতরণ সহ সাহায্য-সহযোগীতার আশ্বাস দেন।
ঐ ওয়ার্ডের ইউপি সদস্য জাহেদুল ইসলাম জানান, আগুনে ঘর,গরু,সমস্ত জিনিসপত্র ইত্যাদি পুড়ে একেবারে নিঃস্ব হয়ে গেছে পরিবারগুলো। অগ্নিকান্ডে তাদের প্রায় ১৫-১৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সাধ্যমত তাদের পাশে দাড়ানোর অনুরোধ জানান তিনি।