ঢাকাবুধবার , ১৫ মে ২০২৪
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থককে প্রকাশ্যে থাপ্পড় মারলেন চেয়ারম্যান প্রার্থী!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
মে ১৫, ২০২৪ ৩:৪৯ অপরাহ্ণ
Link Copied!

মামুনুর রশীদ মিঠু, লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনী প্রচারণা চালানোর সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থককে মারধর ও নারী কর্মীদের সাথে অশোভন আচরণের অভিযোগ উঠেছে অপর প্রার্থীর বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে উপজেলার কাশীরাম গ্রামে। ঘটনার পর পরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইমাম এবং কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ। পরবর্তীতে এ বিষয়ে রাতেই  রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী চেয়ারম্যান প্রার্থী রাকিবুজ্জামান আহমেদ ।

রিটার্নিং কর্মকর্তা বরাবর দাখিলকৃত অভিযোগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোটের প্রচার-প্রচারণা শুরুর পর থেকেই ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মাহবুব জামান আহমেদ অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনারস প্রতীকের রাকিবুজ্জামান আহমেদের সমর্থক ও কর্মীদের ফোনে ও সামনাসামনি হুমকি দিয়ে আসছে। এই ধারাবাহিকথায় আজ মঙ্গলবার বিকেলে কাশীরাম গ্রামে আনারস প্রতীকের প্রার্থী রাকিবুজ্জামান আহমেদের প্রচারণা চালাতে গেলে সমর্থকদের গতিরোধ করেন অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহাবুবুজ্জামান আহমেদ ও তার দুই ছেলে । এ সময় আনারস প্রতীকের অন্যতম কর্মী মেহরাবুর রহমান ওরফে কাজী আদেলকে প্রকাশ্যে থাপ্পর মারেন ঘোড়া প্রতীকের মাহবুবুজ্জামান আহমেদ। এ সময় উপস্থিত থাকা  রাকিবুজ্জামানের স্ত্রী ও ফুফু সহ নারী কর্মীদের অশ্লীল ভাষায় গালমন্দ সহ হুমকি দিয়ে অশভোন আচরণ করেন মাহবুবুজ্জামান আহমেদ। এদিকে এক প্রার্থীর প্রচার কাজে সরাসরি অপর প্রার্থী কর্তৃক বাধা দেওয়ার ঘটনায় তোলপাড় অবস্থার সৃষ্টি হয় উপজেলা জুড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান সহকারী রিটারনিং কর্মকর্তা ও কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ। এ বিষয়ে জানতে চাইলে, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম বলেন, খবর পেয়েই তিনি ঘটনাস্থলে যান এবং সেখানকার প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে ঘটনার প্রাথমিক সত্যতা পান। ইতোমধ্যেই আনারস প্রতীকের প্রার্থী রাকিবুজ্জামান আহমেদ একটি লিখিত অভিযোগ দিয়েছেন যা তদন্তাধীন রয়েছে। একই বিষয়ে জানতে চাইলে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির বলেন, মোবাইল ফোনের সংবাদ পেয়েই ঘটনার সাথে সাথেই ঘটনাস্থলে উপস্থিত হন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী সমর্থক মেহরাবুর রহমান ওরফে কাজী আদেল সাংবাদিকদের বলেন, রাকিবুজ্জামান আহমেদের নির্বাচনী কাজ করায় তাকে প্রকাশ্যে সকলের সামনে থাপ্পর মেরেছেন অপর প্রার্থী মাহাবুবুজ্জামান আহমেদ। এ সময় নারীকর্মীদের অকথ্য ভাষায় হুমকি মূলক গালমন্দ করেন তিনি। আনারস প্রতীকের  রাকিবুজ্জামান আহমেদ বলেন, নির্বাচনের শুরু থেকেই খুব উগ্র আচরণ দেখিয়ে আসছেন অপরপ্রার্থী মাহাবুবু জামান আহমেদ। আজ কর্মীর উপর হাত তুলেছেন নিজেই, নারী কর্মীদের অশ্রাব্য ভাষায় গালি দিয়েছেন। এসব বিষয় নিয়ে জেলা রিটার্নিং অফিসার বরাবর অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগের বিষয়ে অভিযুক্ত ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মাহবুব জামান আহমেদের সাথে কথা বলতে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আপনার মন্তব্য লিখুন