মোঃ মামুনুর রশিদ (মিঠু), লালমনিরহাটঃ লালমনিরহাট পৌরসভার লকডাউন নিশ্চিত করতে কঠোর অবস্থানে দেখা গেছে জেলা প্রশাসনকে।
শনিবার (২৬ জুন) সকাল থেকেই, লালমনিরহাট পৌরসভায় হটলাইনে মাঠে দেখা গেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসনকে। সরেজমিনে দেখা যায় জেলা প্রশাসক মোঃ আবু জাফর নিজেই মানুষকে বিধি নিষেধ মানাতে তদারকি করছেন। জরুরী কাজ ছাড়া যারা বাহিরে চলাফেরা করছিলেন তাদেরকে ঘরে ফিরতে বাধ্য করেছেন তিনি।
এসময় শহরে জরুরী সেবায় নিয়োজিত পরিবহণ ছাড়া কোন যানবাহন চলাচল করতে দেওয়া হয়নি। দোকান পাট ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল।
জেলায় করোনায় আক্রান্ত হয়ে এ পযর্ন্ত মোট ২০ জনের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট সিভিল সার্জন নির্মলেন্দু রায়। এছাড়া এ পযর্ন্ত জেলায় ১ হাজার ৩শত ২১ জন করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
জেলায় হু-হু করে করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি ও মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়ে গেলে জেলা প্রশাসনের করোনা প্রতিরোধ কমিটি গত বৃহস্পতিবার এক জরুরি মিটিং করে ২৬ জুন শনিবার থেকে সর্বাত্মক ভাবে ৭ দিনের কঠোর লকডাউন ঘোষনা করেছেন পৌরসভা এলাকায়।
স্বাস্থ্য বিভাগ সচেতনতার উপর জোরদার থাকার আহ্বান জানিয়েছেন সকলকে।
বিভিন্ন জায়গায় বিচারিক আদালত সাথে নিয়ে অভিযান পরিচালনা কালে, জেলা প্রশাসক মোঃ আবু জাফরের সাথে কথা বললে তিনি এ প্রতিবেদককে বলেন, সীমান্তবর্তী জেলা হওয়ায় এ জেলায় করণা ঝুঁকি বেশি। তাই আমাদের কঠোর হতে হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি, জেলা প্রশাসন লকডাউন নিশ্চিত করতে কঠোরভাবে মাঠে থাকবে। তিনি আরো বলেন আমাদের, যার যার জায়গা থেকে সচেতন হতে হবে।