ঢাকাশনিবার , ১৩ ফেব্রুয়ারি ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে পৌরসভা নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: নির্বাচন কমিশন

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
ফেব্রুয়ারি ১৩, ২০২১ ৪:৩৭ অপরাহ্ণ
Link Copied!

আশরাফুল হক, লালমনিরহাট।। আগামী কাল রবিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হবে চতুর্থ ধাপে লালমনিরহাট জেলার ২টি পৌরসভা নির্বাচন। নির্বাচনের ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। চতুর্থ ধাপের এই পৌরসভা নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছেন নির্বাচন কমিশন। এ ধাপে ২টির মধ্যে ১টি (লালমনিরহাট) পৌরসভায় ইলেকট্রোনিক্স ভোটিং মেশিনে (ইভিএম) এ ভোট নেওয়া হবে বলে জানা গেছে। অপর ১টি (পাটগ্রাম) পৌরসভায় (ব্যালটে) ভোট নেওয়া হবে বলে জানা গেছে। এরই মধ্যে নির্বাচনের যাবতীয় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে সব ধরনের প্রচার-প্রচারণা বন্ধ হয়েছে। লালমনিরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন লালমনিরহাট পৌরসভায় বাংলাদেশ আওয়ামী লীগের মোফাজ্জল হোসেন (নৌকা) জাতীয় পার্টির এস এম ওয়াহিদুল হাসান (লাঙ্গল) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মোশারফ হোসেন রানা (ধানের শীষ) ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিনুল ইসলাম (হাতপাখা) ও স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম (নারিকেল গাছ)। লালমনিরহাট পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৪৭হাজার ৭শত ৬৯জন।

লালমনিরহাট পৌরসভা নির্বাচনে সাধারণ আসনের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ওয়ার্ড নম্বর ০১ এর কাউন্সিলর প্রার্থী এ.টি.এম সামসুজ্জামান প্রামানিক মিঠু (গাজর) আসাদুজ্জামান (ডালিম) জিয়াউর রহমান (উটপাখি) নুর জামাল সরকার (টেবিল ল্যাম্প) মোকলেছুর রহমান মুকুল (পানির বোতল) রফিকুল ইসলাম (পাঞ্জাবী।
ওয়ার্ড নম্বর ০২ এর কাউন্সিলর প্রার্থী জহুরুল হক (ব্লাকবোর্ড) নুর আলম (উটপাখি) নুরজ্জামাল হোসেন (ডালিম) রাশেদুল হাসান (পাঞ্জাবী)।

ওয়ার্ড নম্বর ০৩ এর কাউন্সিলর প্রার্থী আবু সুফিয়ান (টেবিল ল্যাম্প) কিসমত আলী (উটপাখি) মোকছেদুর রহমান (পাঞ্জাবী) মাকসুদুন নবী (ডালিম)। ওয়ার্ড নম্বর ০৪ এর কাউন্সিলর প্রার্থী আজিজুর রহমান তুহিন (টেবিল ল্যাম্প) এনামুল হক (ঢেঁড়শ) আব্দুল করিম শেখ (উটপাখি) আব্দুল হোসেন (ডালিম) গোলাম মোস্তফা (পাঞ্জাবী) দেলওয়ার হোসেন (পানির বোতল)। ওয়ার্ড নম্বর ০৫ এর কাউন্সিলর প্রার্থী নুর আলম (ডালিম) আব্দুল ওয়াজেদ বুলু (পাঞ্জাবী) আব্দুস সালাম (উটপাখি)।

ওয়ার্ড নম্বর ০৬ এর কাউন্সিলর প্রার্থী মোঃ আব্দুস ছালাম (পানির বোতল) গোলাম মর্তুজা (ডালিম) শফিকুল ইসলাম (উটপাখি) সাইফুল ইসলাম (গাজর)। ওয়ার্ড নম্বর ০৭ এর কাউন্সিলর প্রার্থী সোহেল রানা (পাঞ্জাবী) হাসান কামাল (পানির বোতল)। ওয়ার্ড নম্বর ০৮ এর কাউন্সিলর প্রার্থী আবু জাহেদ (টেবিল ল্যাম্প) নুরুল ইসলাম (উটপাখি)। ওয়ার্ড নম্বর ০৯ এর কাউন্সিলর প্রার্থী আবুল কালাম আজাদ (গাজর) আলম হোসেন (ডালিম) রবিউল ইসলাম (টেবিল ল্যাম্প) হারুন অর রশিদ বাদশা (উটপাখি) স্বাধীন রহমান (ব্লাক বোর্ড)।

লালমনিরহাট পৌরসভা নির্বাচনে সংরক্ষিত আসনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ওয়ার্ড নম্বর ০১ এর কাউন্সিলর প্রার্থী জাহেদা বেগম (আনারস) রমিছা বেগম (চশমা) বিউটি রহমান (অটোরিক্সা)। ওয়ার্ড নম্বর ০২ এর কাউন্সিলর প্রার্থী চায়না রানী (আনারস) খাদিজা বেগম (অটোরিক্সা) নাছিমা আক্তার (চশমা) ফেরদৌসী খাতুন (কলম) সুজাতা বেগম (টেলিফোন) শামীমা আক্তার (জবাফুল)। ওয়ার্ড নম্বর ০৩ এর কাউন্সিলর প্রার্থী ছালেহা বেগম (আনারস) জাহানারা বেগম (জবাফুল) নাসরিন আক্তার (চশমা) ফাতেমা বেগম (টেলিফোন) রুজি বেগম (অটোরিক্সা)।

পাটগ্রাম পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন বাংলাদেশ আওয়ামী লীগের রাশেদুল ইসলাম সুইট (নৌকা) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র এ কে মোস্তফা সালাউজ্জামান ওপেল (ধানের শীষ) ইসলামী আন্দোলন বাংলাদেশের সুমন মিয়া (হাত পাখা) ও স্বতন্ত্র প্রার্থী কাজী আসাদুজ্জামান (নারিকেল গাছ)। পাটগ্রাম পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২১হাজার ৮শত ৫৫জন। পাটগ্রাম পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ওয়ার্ড নম্বর ০১ প্রার্থী রফিকুল ইসলাম (পাঞ্জাবি) রফিকুল ইসলাম প্রধান (উটপাখি)।

ওয়ার্ড নম্বর ০২ প্রার্থী আবু বক্কর ছিদ্দিক প্রধান (উটপাখি) মাহবুব কামাল শাহিন (ডালিম) সহিদুল ইসলাম (পাঞ্জাবি)। ওয়ার্ড নম্বর ০৩ প্রার্থী আছির উদ্দিন খান (ডালিম) জামিরুল ইসলাম (পাঞ্জাবী) জাহিদ হাসান (উটপাখি) শফিকুল ইসলাম (পানির বোতল) । ওয়ার্ড নম্বর ০৪ প্রার্থী মজিদুল ইসলাম (ডালিম)। ওয়ার্ড নম্বর ০৫ প্রার্থী আসাদুজ্জামান (উটপাখি) শামীম উল ইসলাম (ডালিম) কার্তিক চন্দ্র শর্মা (পাঞ্জাবী) জয়রাম দাস (টেবিল ল্যাম্প)।
ওয়ার্ড নম্বর ০৬ প্রার্থী এ এইচ তারেকুজ্জামান (টেবিল ল্যাম্প) মাহাবুব আক্তার কামাল (ডালিম) আজিজুল হক দুলাল (পাঞ্জাবী) রেজবানুল কবির (উটপাখি)। ওয়ার্ড নম্বর ০৭ প্রার্থী আবু সাঈদ সুজন (উটপাখি) মমিনুর রহমান (ডালিম) রবিউল ইসলাম (পাঞ্জাবি)। ওয়ার্ড নম্বর ০৮ প্রার্থী আমির হোসেন মাসুম (ডালিম) নজরুল ইসলাম (পাঞ্জাবী) মারুফ ইকবাল (উটপাখি)। ওয়ার্ড নম্বর ০৯ প্রার্থী কুদরত ই- ইলাহী (উটপাখি) হাবিবুর রহমান (পানির বোতল)।
পাটগ্রাম পৌরসভা নির্বাচনে সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ওয়ার্ড নম্বর ০১ প্রার্থী শামীমা আক্তার (আনারস)।

ওয়ার্ড নম্বর ০২ প্রার্থী ফাতেমা খাতুন (চশমা) রেহেনা ইয়াসমিন (আনারস)। ওয়ার্ড নম্বর ০৩ প্রার্থী তাজমিরা বেগম (আনারস) মফিনা বেগম (চশমা)।

জানা গেছে, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য এবং ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে। ভোটকেন্দ্র ছাড়াও নির্বাচনী এলাকাগুলোতে বিজিবি, পুলিশ ও আনসার মোতায়েন করা হয়েছে। এছাড়াও সার্বক্ষনিক মোবাইল টিম এলাকায় টহল দিচ্ছে।

আপনার মন্তব্য লিখুন