রাসেল ইসলাম, লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটে পূর্ব শত্রুতার জেরে গজেন চন্দ্রের বাড়িতে অতর্কিত হামলা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। সে সময় ওই বাড়িতে ব্যাপক ভাঙচুর ও সশস্ত্র হামলাসহ মা ও ছেলেকে পিটিয়েছে তারা।
শনিবার (৩১ ডিসেম্বর) বিকাল চারটায় লালমনিরহাট জেলা সদরের উত্তর সাপটানা এলাকার গজেন চন্দ্রের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত লক্ষ্মী রানীর স্বামি ও লক্ষ্মণ চন্দ্রের বাবা গজেন চন্দ্র লালমনিরহাট সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, লালমনিরহাট জেলা সদরের উত্তর সাপটানা এলাকার গজেন চন্দ্রের সাথে একই এলাকার নয়ন মোহন্ত গং এর পূর্ব শত্রুতা চলে আসছিলো। মাঝে মধ্যেই নয়ন’রা গজেন-কে বিভিন্ন প্রকার হুমকি প্রদান করে আসছিল। ঘটনার ৩-৪ দিন আগেও গজেন-কে নয়নরা মারধর করেছিল। বিষয়টি নিয়ে গজেন এলাকার মহৎ ব্যাক্তিদের কাছে বিচার দাবি করলে নয়ন মোহন্ত গং আরো ক্ষিপ্ত হয়ে লাঠিসোটা, লোহার রড, ও দেশীয় অস্ত্র নিয়ে গজেনের বাড়ি হামলা চালায়। সে’সময় সন্ত্রাসীরা গজেনের বাড়ির দর্জা, জানালা ও বেড়াটাটি ভাঙচুর শুরু করলে গজেনের বউ লক্ষ্মী ও ছেলে লক্ষ্মণ এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাদের বেধড়ক মারপিট করে, এতে গজেনের বউ লক্ষ্মী রানীর মাথা ফেটে যায় এবং ছেলে লক্ষ্মণ কোমরে গুরুতর আঘাত পেয়ে মাটিতে শুয়ে পরলে বিবাদীরা গজেনের ঘরের বিছানায় রাখা পঞ্চাশ হাজার টাকা নিয়ে নেয়। উক্ত ঘটনায় এলাকায় শোরগোলে প্রতিবেশীরা এগিয়ে আসলে বিবাদীরা পালিয়ে যায়।
প্রতিবেশি গীতা রানী বলেন, আমরা এমন সন্ত্রাসী হামলা কখনো দেখি নাই। নয়নরা লাঠিসোটা, লোহার রড, ও দেশীয় অস্ত্র নিয়ে গজেনের বাড়িতে আক্রমণ করে, তখন গজেনের স্ত্রী এগিয়ে আসলে সন্ত্রাসীরা তার মাথায় আঘাত করলে মাথা ফেটে য়ায় এবং ছোট ছেলে এগিয়ে আসলে তাকেও মেরে মাটিতে ফেলে সমিতি থেকে তোলা ঘরে রাখা পঞ্চাশ হাজার নিয়ে নেয়। আমরা এমন ঘটনার সুষ্ঠ বিচার চাই।
আহত লক্ষ্মী রানীর স্বামী গজেন চন্দ্র বলেন, আমরা গরীব বলে কি সুষ্ঠ বিচার পাবো না? বিবাদীরা আমার স্ত্রীর মাথা ফেটে দিয়েছে। মাথায় ৬টি সেলাই পরেছে, সে এখনো হাসপাতালে। সে’সময় আমার প্রতিবেশী ৯৯৯- এ ফোন দেয়ার পর পুলিশ এসে দু-তিনটি লাঠি ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করে নিয়ে যায়। আমি আইনের কাছে এমন ঘটনার সুষ্ঠ বিচার চাই।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওসি এরশাদুল আলম বলেন, এমন একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যাবস্থা নেয়া হবে।