ঢাকাশুক্রবার , ২২ ডিসেম্বর ২০২৩
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় চেয়ারম্যানকে শোকজ!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
ডিসেম্বর ২২, ২০২৩ ৫:১৮ অপরাহ্ণ
Link Copied!

আশরাফুল হক, লালমনিরহাট।। লালমনিরহাটের হাতীবান্ধায় নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের দায়ে ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আবু বক্কর সিদ্দিক শ্যামলকে কারন দর্শানোর নোটিশ (শোকজ) করেছেন নির্বাচনী অনুসন্ধান কমিটি।

শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে ওই চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করেন লালমনিরহাট-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও লালমনিরজাট ১ম আদালতের যুগ্ন জেলা ও দায়রা জজ এরশাদ আলী। যার স্মারক নং-নিঃকঃঅঃপঃ-১/২০২৩।

অভিযুক্ত আবু বক্কর সিদ্দিক শ্যামল উপজেলার গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এছাড়া তিনি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক।

কারণ দর্শানোর চিঠি অনুযায়ী জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার গড্ডিমারী বাজারে নির্বাচনী অফিস উদ্ধোধন করতে যায় স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) আতাউর রহমান প্রধান। সেখানে বাধা দেয় শ্যামল ও তার লোকজন। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে একটি সংবাদ প্রকাশ হয়েছে। সংবাদ প্রকাশের জেরে
আগামী ২৩ ডিসেম্বর আবু বক্কর সিদ্দিক শ্যামলকে
স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য বলা হয়।

এ বিষয়ে আবু বক্কর সিদ্দিক শ্যামল বলেন, শোকজের চিঠি পেয়েছি। তবে আতাউর রহমান প্রধানকে কোন প্রকার বাধা দেয়া হয়নি। বরং আতাউর রহমান ও তার লোকজন বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন ও প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুটক্তি করেছেন।

প্রসঙ্গত; বৃহস্পতিবার রাতে উপজেলার গড্ডিমারী বাজারে নৌকা ও ঈগল সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে একে অপরকে দোষারোপ করছেন।

আপনার মন্তব্য লিখুন