মোঃ মামুনুর রশিদ (মিঠু), লালমনিরহাটঃ শুক্রবার (১৮ জুন) বিকাল ৪টায় লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মুজিব শতবর্ষ উপলক্ষে লালমনিরহাট জেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২য় পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টি. এম. এ. মমিন প্রমুখ। এ সময় লালমনিরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহঃ রাশেদুল হক প্রধান, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়।
উল্লেখ্য যে, ২য় পর্যায়ে নির্মিতব্য গৃহের সংখ্যা লালমনিরহাট সদর উপজেলায় ১৫০, আদিতমারী উপজেলায় ১৫০, কালীগঞ্জ উপজেলায় ২৫০জন, হাতীবান্ধা উপজেলায় ৩০০, পাটগ্রাম উপজেলায় ৬৫-সহ মোট ৯১৫ টি পরিবার পূনর্বাসিত হবে।