ঢাকাবুধবার , ১২ মার্চ ২০২৫
  1. ! Без рубрики
  2. 1-2
  3. 10205_wa
  4. 10500_wa4
  5. 10510_wa
  6. 10600_wa
  7. 1Win Brasil
  8. 1win Brazil
  9. 1win India
  10. 1WIN Official In Russia
  11. 1win Turkiye
  12. 1win uzbekistan
  13. 1winRussia
  14. 1xbet Russian
  15. ai chat bot python 10

লালমনিরহাটে দুই তরুণের উপর হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
মার্চ ১২, ২০২৫ ১১:২০ পূর্বাহ্ণ
Link Copied!

খাজা রাশেদ,লালমনিরহাট।।লালমনিরহাট সদরের ডায়াবেটিক মোড় এলাকায় দুই তরুণের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে লালমনিরহাট শহরের মিশন মোড়ে দক্ষিণ খোর্দ্দসাপটানা (ডায়াবেটিক মোড়) এলাকার সাধারণ মানুষ এ মানববন্ধন করেন।

উক্ত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন,স্থানীয় প্রভাবশালী শফিকুল, তার ছেলে শাহিন, সৈকত, সজীব, জিয়া ও তাদের সহযোগী আল আমিন দীর্ঘদিন যাবত এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছেন। তারা শুধু সিজান ও রোহানের ওপর হামলা চালিয়েই থামেননি, বরং, ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় সাধারণ মানুষকে হয়রানি ও মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন।

মানববন্ধনে বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বলেন যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধের সাহস না পায়।
হামলার শিকার সিজানের মা বিলকিছ বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “ওরা আমার ছেলে ও তার বন্ধু রোহানের ওপর নির্মমভাবে হামলা চালিয়েছে। তারা এখন রংপুর মেডিকেলে চিকিৎসাধীন। অথচ হামলাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ও মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে।”

তিনি প্রশাসনের কাছে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি করেন।
মানববন্ধনে হামলার শিকার হওয়া দুই পরিবারের সদস্যসহ স্থানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। 
উল্লেখ্য, শুক্রবার (৭ মার্চ) পুর্বশত্রুতার জের ধরে দুপুরে, সন্ধ্যা ও রাতে শহরের ডায়াবেটিক হাসপাতাল এলাকায় সংঘর্ষ ঘটে। সংঘর্ষে সিজান (২০), রোহান (২২), দুলালী, জাহানারা, আব্দুল হামিদসহ মোট আটজন। গুরুতর আহত সিজান ও রোহান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পরে,রাতে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে,এবং উত্তেজিত জনতা শফিকুলের বাড়িঘর ভাঙচুর করে। খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ, ডিবি ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছিল।

আপনার মন্তব্য লিখুন