আশরাফুল হক, লালমনিরহাট। লালমনিরহাটে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ১ জুন ২০২৪ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) বিকাল ৩ টায় লালমনিরহাট সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে জাতীয় পুষ্টি সেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান মহাখালী ঢাকা এর সহযোগিতায় এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিং এ স্বাগত বক্তব্য রাখেন লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়। প্রেস ব্রিফিং মাল্টি মিডিয়া প্রজেক্টরে সাহায্যে উপস্থাপন করেন সিভিল সার্জন অফিসের সহকারী প্রধান পরিসংখ্যান কর্মকর্তা (চঃ দাঃ) মোঃ আব্দুল মান্নান। এ সময় লালমনিরহাট জেলা তথ্য অফিসার সৌমিক রায়, সিভিল সার্জন অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ লালমনিরহাট প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, লালমনিরহাট জেলায় ০৬-১১ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ২২ হাজার ৩ শত ৬২ জন, ০৬-১১ মাস বয়সী প্রতিবন্ধী শিশুর লক্ষ্যমাত্রা ৬৭ জন, ১২-৫৯ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ১ লক্ষ ৭৭ হাজার ৩ শত ১৭ জন, ১২-৫৯ মাস বয়সী প্রতিবন্ধী শিশুর লক্ষ্যমাত্রা ২ শত ২৮ জন। মোট কেন্দ্রের সংখ্যা ১ হাজার ১ শত ২৬ টি।