লালমনিরহাটে জমি বন্ধকের টাকা নিয়ে দ্বন্দ্ব এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। জখমী গৃহবধূকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) বিকাল সোয়া ৪ টায় সদর উপজেলার হারাটি ইউনিয়নের কাজীরচওড়া (পাঠানপাড়া) গ্রামে এ ঘটনাটি ঘটে।
অভিযোগ সুত্রে জানা গেছে, ২০১৯ সালে সদর উপজেলার হারাটি ইউনিয়নের কাজীরচওড়া (পাঠানপাড়া) গ্রামে জনৈক মিঠু মিয়া একই এলাকার এন্তা আলী ২৫ শতক চাষাবাদকৃত জমি ১ লক্ষ ৫৮ হাজার টাকায় বন্ধক নিয়ে চাষাবাদ শুরু করেন। শনিবার (১৪ অক্টোবর) বিকাল সোয়া ৪ টায় মিঠুর নিকট বন্ধককৃত জমির টাকা ফিরত না দিয়েই এন্তা জমি চাষাবাদ শুরু করেন।
কিন্তু মিঠু মিয়া বাড়িতে না থাকায় তার গৃহবধূ সাথী বেগম (২৮) বাঁধা দিতে গেলে এন্তা আলীসহ তার পুত্র পাভেল (২২) ও সোহাগ (১৮) সহ অজ্ঞাত ক'জন মিলে গৃহবধূকে মারপিট ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কুপিয়ে মাথা ও দু'হাতে মারাত্নক জখম সৃষ্টি করেন। ওই সময় জখমী গৃহবধূর আত্নচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে জনৈক মিঠু মিয়া বলেন, আমি এন্তা আলীর ২৫ শতক জমি বন্ধক নিয়ে চাষাবাদ করছি। এখন তারা তাদের জমিতে আলু লাগাবে কিন্তু আমার বন্ধকি টাকা ফিরত দেয়নি। এতে আমার স্ত্রী বাঁধা দেয়ায় তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে। আমি এন্তা আলীসহ তার পুত্র পাভেল (২২) ও সোহাগ (১৮) বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছি।
এ ব্যাপারে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ আলম বলেন, জমি বন্ধকের টাকা নিয়ে গৃহবধূকে মারপিটের ঘটনায় আমি এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।