ঢাকাবৃহস্পতিবার , ২ জানুয়ারি ২০২৫
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে ছাত্র সমন্বয়কের উপর হামলা,প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
জানুয়ারি ২, ২০২৫ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

খাজা রাশেদ লালমনিরহাট::লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার প্রধান ছাত্র সমন্বয়ক গোলাম আজম (২৫) এর উপর অতর্কিত হামলা করেছে দূর্বৃত্তরা। এতে গুরুত্বর আহত হন তিনি। বর্তমানে রংপুরে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) সকাল সাড়ে ৬ টার সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজমের বড় ভাই মাসুদ আলম বাদী হয়ে পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করেছেন। হামলার প্রতিবাদে এদিন বিকেলে পাটগ্রাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শহরে বিক্ষোভ মিছিল ও উপজেলার চৌরঙ্গী মোড়ে প্রতিবাদ সমাবেশ করে। আজম জুলাই-আগস্ট ছাত্র- জনতার আন্দোলনে পাটগ্রাম উপজেলায় প্রধান ভূমিকা পালন করেন।  স্থানীয়রা জানায়, এদিন সকালে পাটগ্রাম পৌরসভার কোটতলী এলাকার নিজ বাড়ির পাশের নিবির নিলয় ভিলা সংলগ্ন সড়কে হাঁটছিলেন গোলাম আজম। ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করে প্রতিবেশী আব্দুল লতিফের ছেলে দেদুল মিয়া (৫৯), দেদুল মিয়ার ছেলে সজিব মিয়া ওরফে টাইগার (২৬) ও রহিদুল ইসলাম (৩২) হামলা করে ও বাঁশের লাঠি দিয়ে এলোপাথারী মারপিট করে।

এতে মাথায় ও বাম পায়ে জখম হন আজম। এ সময় স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা আজমকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করায়। অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকেরা বিকেলে আজমকে উন্নত চিকিতসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে পাটগ্রাম থানা পুলিশ এজাহার নামীয় আসামী সজিব মিয়া ওরফে টাইগারকে নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করেছে।

এ ব্যাপারে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান সরকার বলেন, ব্যক্তিগত ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। সমন্বয়ক গোলাম আজমের বড় ভাই বাদী হয়ে একটি মামলা দিয়েছে। মামলা নথিভুক্ত করা হয়েছে। একজন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনার মন্তব্য লিখুন