শামীমা আক্তার শিমু,লালমনিরহাট:লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আমেনা বেগম (২৫) নামের এক অন্ত:সত্ত্বা নারী আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার বড়খাতা হাফেজ সাহেবের মাজার এলাকায় লালমনিরহাট-বুড়িমারী রেল রুটে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের সদস্যরা এসে লাশ উদ্ধার করেন।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহা আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে নিহত আমেনা বেগম উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ডাকালিবান্দা এলাকার রোকন উদ্দিনের স্ত্রী এবং উপজেলার গড্ডিমারী ইউনিয়নের সাদা পাগলার মাজার এলাকার নুর হোসেনের মেয়ে।
স্থানীয় বাসিন্দাসহ প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, ওই নারী দুপুরের আগে থেকেই রেললাইনের উপরে বসে ছিলো। এরপর বুড়িমারী থেকে লালমনিরহাটগামী ছেড়ে আসা একটি কমিউটার ট্রেন তার কাছাকাছি চলে আসলে, কোনো কিছু বুঝে ওঠার আগেই ওই নারী ট্রেনটির সামনে লাফ দেয়। আর লাফ দেয়ার সাথে সাথেই ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
এ বিষয়ে নিহতের ভাই বলেন, প্রায় ২০ দিন আগে বোন জামাই রোকনের সাথে আমার বোনের ঝগড়া হয়। এরপর আমার বাড়িতে চলে আসে। এছাড়া সে প্রায় ৫ মাসের অন্তসত্বা ছিলো। সকালে ক্লিনিকে ডাক্তার দেখানোর কথা বলে বাসা থেকে বের হয়। পরে দুপুরের দিকে আমরা খবর পাই আমার বোন ট্রেনে কাটা পড়েছে। এরআগে সে তার স্বামীর বাড়িতে দু’বার গলায় দড়ি দিয়ে ফাঁস দেয়ার চেষ্টা করছিলো।
এ বিষয়ে বড়খাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল বলেন, ঘটনাটি আমার ইউনিয়নে ঘটেছে। তবে,ওই নারীর বাড়ি টংভাঙ্গা ইউনিয়নে।
লালমনিরহাট রেলওয়ে থানার ওসি ফেরদৌস আলী বলেন, ঘটনাটি শুনেছি। সেখানে লোক পাঠানো হয়েছে। মরদেহটি থানায় নিয়ে আসা হবে। তদন্তের পর বলা যাবে আসলে তিনি আত্মহত্যা করেছেন কিনা।