আশরাফুল হক, লালমনিরহাট।।লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় এরশাদুল ইসলাম (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে সাড়ে ৩ কেজি গাঁজাসহ আটক করেছে থানা পুলিশ। সোমবার (১২ জুলাই) দুপুরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। এর আগে ওই দিন ভোর সাড়ে ৫ টার দিকে হাতীবান্ধা উপজেলার বনচৌকি এলাকা থেকে সাড়ে ৩ কেজি গাঁজাসহ তাকে আটক করে পুলিশ। আটকৃত এরশাদুল ইসলাম ভেলাগুড়ি ইউনিয়নের বনচৌকি এলাকার হাবিবুর রহমানের ছেলে। থানা পুলিশ সুত্রে জানা যায়, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধা থানার এসআই মো. ইব্রাহীম খলিলের নেতৃত্বে একদল পুলিশ হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের বনচৌকি এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৩ কেজি গাঁজাসহ এরশাদুল ইসলাম (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে হাতীবান্ধা থানায় এনে আটক মাদক ব্যবসায়ীর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ১৯(ক) ধারায় মামলা রুজু করেন।
হাতীবান্ধা থানার অফিসার্স ইনচার্জ ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, সোমবার দুপুরে আটক মাদক ব্যবসায়ী এরশাদুল ইসলামকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।