লালমনিরহাট প্রতিনিধি।। বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় লালমনিরহাট জেলায় উপপরিচালক (ভারপ্রাপ্ত), স্থানীয় সরকার জনাব মো. মাহাবুবুর রহমান এর সভাপতিত্বে প্রকল্পের কর্মীদের সমন্বয় সভা অদ্য ২৭ শে অক্টোবর'২০২৪ ইং তারিখে জেলা প্রশাসকের কার্যালয়, লালমনিরহাটে অনুষ্ঠিত। সভায় লালমনিরহাট জেলার ইউনিয়নগুলোতে প্রকল্পের কার্যক্রম এর অগ্রগতি পর্যালোচনা শীর্ষক আলোচনা ও পরবর্তী করনীয় নির্ধারনে সভাপতি মহোদয় বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
এসময় তিনি ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালতের কেস রিপোর্ট এর ত্রৈমাসিক প্রতিবেদন ফরমে প্রদানের জন্য নির্দেশনা প্রদান করেন এবং ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের কেস নথি ভালো লেখার উপর গুরুত্ব আরোপ করেন।
ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের আরো ভালোভাবে কাজে ইনভল্ভব করানোর জন্য আগামী মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে মিটিং এর আয়োজন করবেন বলে সিদ্ধান্ত প্রদান করেন।
উল্লেখ্য প্রকল্পটি বাংলাদেশ সরকার, ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপি এর আর্থিক সহযোগিতায় বাস্তবায়ন সহযোগী সংস্থা হিসেবে ইএসডিও লালমনিরহাট সহ মোট ২১ টি জেলার ১৭২ টি উপজেলার মোট ১৫৭১ টি ইউনিয়নে কার্যক্রম চালু আছে।