আসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাট।। লালমনিরহাট পৌরসভাধীন পূর্ব সাপটানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সারোয়ারের বিরুদ্ধে ৯৩ হাজার ৬শ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় (১৬ জানুয়ারী) ওই বিদ্যালয়ের সভাপতি শফিকুল ইসলাম জেলা শিক্ষা অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন।
জানা যায়, ১৯৯২ সালে লালমনিরহাট শহরের পৌরসভাধীন পূর্ব সাপটানা উচ্চ বিদ্যালয়টি স্থাপিত হয়। স্থাপিত হওয়ার পর থেকে বেশ সুনামে সাথে প্রতিষ্টানটি শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছেন। কিন্তু উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে গোলাম সারোয়ার যোগদানের পর থেকে তার বিরুদ্ধে বেশকিছু অনিয়ম ও দুর্নীতি অভিযোগ উঠেছে।
লালমনিরহাট পূর্ব সাপটানা উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের শিক্ষাবর্ষে নতুন ছাত্র/ছাত্রী ভর্তির কার্যক্রম শুরু হয় ২০২৩ সালের ডিসেম্বর মাসে। এতে ষষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত নতুন ছাত্র/ছাত্রী প্রায় ৮০ জন ভর্তি হয়। এতে প্রত্যেক ছাত্র/ছাত্রীদের নিকট থেকে সেশন ফি বাবদ ১ হাজার ১শ ৭০টাকা আদায় করেন। ফলে ৮০ জন ছাত্র/ছাত্রীর নিকট থেকে ৯৩ হাজার ৬শ টাকা আদায় করে বিদ্যালয়ের ব্যাংক হিসাবে না রেখে প্রধান শিক্ষক গোলাম সারোয়ার আত্মসাত করেছেন। উক্ত বিদ্যালয়ের নির্বাচিত সভাপতি শফিকুল ইসলাম বার বার প্রধান শিক্ষককে বিদ্যালয়ের টাকা ব্যাংকে রাখা জন্য বললেও তিনি কোন কর্নপাত করেননি। ফলে নিরুপায় হয়ে সভাপতি জেলা শিক্ষা অফিসার সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন।
পূর্ব সাপটানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সারোয়ার বলেন, এখন পর্যন্ত কোন টাকা আমি ব্যাংকে জমা দেই নাই। নিজে কাছে জমা রেখেছি। পরে জমা দিবো। আর বেশি কিছু বলতে পারবো না বলে জানান তিনি।
পূর্ব সাপটানা উচ্চ বিদ্যালয়ের সভাপতি শফিকুল ইসলাম বলেন, প্রধান শিক্ষক গোলাম সারোয়ার ইতিপূর্বেও প্রতিষ্টানের অনেক টাকা হিসাব না দিয়ে আত্মসাৎ করেছেন। এবারও তিনি টাকা আত্মসাৎ করার উদ্দেশ্যে ভর্তির টাকা নিজের কাছে রেখেছেন। প্রতিষ্ঠানের টাকা ব্যাংকের একাউন্টে জমা না দেয়া একটা বড় ধরনের অপরাধ।
এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ বলেন, ভর্তির টাকা নিজের কাছে রাখার কোন সুযোগ নেই। আর এ বিষয়ে ওই বিদ্যালয়ের সভাপতি নিজেই লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।