(লাভলেন)
কনিক বড়ুয়া
লাভলেন, তোমার নিচু হয়ে আসা
গলির মৌন পথে,
খুন হয়ে আছে, দুটি গোলাপ।
আহত গোলাপ কেউ ভালোবাসেনা,
না প্রেমিকা, না ঈশ্বর।
তাইতো, আমি এক খন্ড উর্বর জমি খুঁজছি,
গোলাপের চাষ করব বলে।
চেরাগিতে গোলাপের দাম
ইদানীং খুব বেড়ে গেছে।
আমি নিতান্তই ভিখারী প্রেমিক
ভালোবাসার বিশাল চিবুকের বাইরে
পকেট আছে
টাকা থাকেনা।
মাতাল হইনা আগের মতোন
না হলে পাশেই বৌদ্ধ মন্দিরের গেরুয়াধারীরা
আবার আমার শালিস ডাকতো
গোলাপ চুরির দায়ে।
তাঁরা যে জানেনা
যে গোলাপে মহামতির আসন সাজে
সে গোলাপে একজন প্রেমিক
অপেক্ষা করে
লাভলেনে।
লাভলেন, তোমার নিচু হয়ে আসা
গলির সেই মৌন পথে
বেহিসাবে জন্ম নিয়েছে
২১৫৭ জন প্রেমিক-প্রেমিকা,
যাঁদের ভূত-ভবিষ্যৎ-
চেরাগিতে হাত ধরে ডিসি হিল পর্যন্ত,
অতঃপর সম্পর্কের ব্যাবচ্ছেদ হয়
গোলাপ না পেয়ে।
শুদ্ধ গোলাপের খোঁজে
আমি যে আজো অপ্রেমিক।
লাভলেন, নামসর্বস্ব তোমার মতোন
আমিও মাথা নিচু করে থাকি,
শুদ্ধ ভালোবাসার জন্য।
তখন একটিই গোলাপের জন্ম হবে
একজন ঈশ্বরের পূজো হবে
সেই গোলাপে।
লাভলেন, সেই ঈশ্বরের গোলাপ হও
একজন শুদ্ধ প্রেমিক হও।।
লেখক:কনিক বড়ুয়া