রুবেল চৌধুরী, স্টাফ রিপোর্টার।। আজ ৪ জুন রবিবার চলমান লকডাউন এর চতুর্থ দিনে আমবাড়ী বাজারের লকডাউন কার্যকর ও করোনা ভাইরাস সংক্রমণ রোধে সর্বসাধারণের মাঝে জনসচেতনা বৃদ্ধিতে আমবাড়ী পুলিশ তদন্ত ইনচার্য মোঃআসাজ্জামান আসাদের নেতৃত্বে পুলিশ টিম ও গ্রাম্য পুলিশ টিম টহল দেয়।
লকডাউন কার্যকর করোনা ভাইরাস সংক্রমণ রোধে সর্ব সাধারণের মাঝে জন সচেতনতা বৃদ্ধিতে উপস্থিত ছিলেন,
আমবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্য মোঃআসাদ নেতৃত্বে
এ এস আই আশুতোষ রায়,
কিবরিয়া,
মেহেদী হাসান,
আকরাম হোসেন,
গোবিন্দ সহ ৭ নং মোস্তফাপুর ইউনিয়নের সক গ্রাম্য পুলিশের টিম।
আপনার মন্তব্য লিখুন