আনিসুর রহমান, কুড়িগ্রাম।। কুড়িগ্রামের রাজারহাটে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ এরাতে সরকারি স্বাস্থ্যবিধি মেনেচলা পরিষ্কার পরিছন্ন থাকা ও জীবাণুমুক্ত হতে সাবান দিয়ে হাত ধোয়াসহ বিনামূল্যে মাস্ক ও শিশুদের খাবার বিতরণ করেছে গ্রন্থকুটির পাঠাগার।
কুড়িগ্রাম জেলাধীন রাজারহাটের হরিশ্বরতালুক দক্ষিণ গ্রামের
গ্রন্থ কুটির পাঠাগার কর্তৃক মুজিব শতবর্ষ উপলক্ষ্যে " করোনা প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা কার্যক্রম " এর উদ্বোধন হয়েছে ।
(৭ জানুয়ারী) সকাল ১০ টা৩০ মিনিটে উপজেলার টগরাইহাটের ছাটমাধাই ঈদগাহ মাঠে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা এই কার্যক্রমের উদ্বোধন করেন । সামসুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখার, গ্রন্থকুটির এর নির্বাহী পরিচালক আবু সাঈদ মোল্লা, স্থানীয় ইউপি সদস্য বিপ্লব মিয়া ও আলহাজ্ব মোঃ আকবর হোসেন।
উপজেলার ০৭টি ইউনিয়নে মোট ৬৩টি ওয়ার্ডে ৭ হাজার বাচ্চাকে সঠিক নিয়মে হাত ধোয়া নিশ্চিত করণ সহ পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে হাত ধোয়ার প্রবনতাকে বৃদ্ধির লক্ষ্যমাত্রা নিয়ে করোনা মোকাবিলায় গ্রন্থকুটির পাঠাগার এই কার্যক্রম হাতে নেয়। উদ্বোধনী এই অনুষ্ঠানে ৭ থেকে ১২ বছর বয়েসী ১ শতাধীক বাচ্চাকে সঠিক নিয়মে হাত ধোয়ার কৌশল শেখানো সহ বাড়িতে হাত ধোয়ার প্রবনতা বৃদ্ধির প্রতি জোর দেয়া হয়। পরিশেষে বিনামূলে বাচ্চাদের মাঝে মাস্ক ও খাবার বিতরণ করা হয়।