আনিসুর রহমান,স্টাফ রিপোর্টার।। কুড়িগ্রামের রাজারহাটে নিজ কন্যা সন্তান কর্তৃক রমজান আলী শিকদার (৫৫) দম্পতিকে কে মারপিট করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ায় অভিযোগে রবিরার রাত ১২ ঘটািকায় রাজারহাট থানা পুলিশ রমজান আলী শিকদাদের ২ কন্যা সন্তান সহ ৪ জন আটক করে থানায় নিয়ে আসে।
অভিযোগ সুত্রে জানা যায়- চাকিরপশার ইউনিয়নের ব্যাপারী পাড়া গ্রামে গত ০৬ রোজ শনিবার রমজান আলী শিকদার ও তার স্ত্রীকে মারপিট করে তার দুই মেয়ে লতা বেগম (৩০) রেনু বেগম (২৫) সহ মেয়ে জামাই নজরুল ইসলাম গং বসত বাড়ি দখল করে শিকদার দম্পতিকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এ ঘটনায় রমজান আলী শিকদার বাদী হয়ে নিজ ২ কন্যা সন্তান সহ ৭ জনকে আসামী করে রাজারহাট থানায় একটি অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগে রাজারহাট থানা পুলিশ রবিবার রাতে রমজান আলী শিকদারের দখলকৃত বাড়িতে অভিযান চালিয়ে শিকদারে ২ কন্যা রেনু বেগম (৩০) লতা বেগম (২৬) মেয়ে জামাই নজরুল ইসলাম (৩৫) ও বাদশা মিয়া (৪৫)কে আটক করে।
এ বিষয়ে ওসি রাজু সরকার বলেন - সাত জন আসামীর মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে,বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তারকৃতদের জেল হাজতে পাঠানোর প্রস্ততি চলছে। যার মামলা নং -৫