আনিসুর রহমান স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের রাজারহাটে আওয়ামী আমলে দখলকৃত নদী উন্মুক্ত ও পাড় উচ্ছেদ করে দেওয়া হয়েছে। নদীপাড়ের মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
জানাগেছে রাজারহাট উপজেলা চাকিরপশার ইউনিয়নের চাকিরপশার নদী একটি স্রোতস্বিনী নদী হিসেবে এলাকার কয়েক হাজার একর জমির ফসল উৎপাদনে দীর্ঘদিন থেকে ভূমিকা রেখে আসছিলো। কালের পরিবর্তনে নদীতে পলি জমা হওয়ায় গভীরতা কমে আসে। এই সুযোগে গত আওয়ামী সরকারের আমলে কিছু দখলদার বাহিনীর সদস্য নদী পাড়ের মানুষকে হুমকি মুখে ফেলে ও তৎকালীন প্রশাসনকে কাজে লাগিয়ে চাকিরপশার নদীতে বাঁধ দিয়ে স্রোত বন্ধ করে অবৈধ ভাবে মৎস্য চাষ শুরু করে। এতে নদীটি হারিয়ে ফেলে জীব বৈচিত্র্য।
এলাকায় পেশাদার জেলেরা হয়ে পড়ে বেকার ও অসহায়। ভুক্তভোগী আবুল কালাম বলেন,আওয়ামীলীগের লোকজন আমাদের নদীতে নামতে না দিয়ে তারা অবৈধ ভাবে মাছ চাষ শুরু করে।
এই দখলদারের বিরুদ্ধে নদী রক্ষা কমিটি বিভিন্ন দফতরে অভিযোগ সহ বিভিন্ন কর্মসূচি পালন করে। এরই ধারাবাহিকতায় চাকিরপশার নদীতে দেয়া পাড় উচ্ছেদ করে দেয়া হয়। রাজারহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশাদুল হক উপস্থিত থেকে এই উচ্ছেদ অভিযানে অংশ গ্রহণ করেন।