আনিসুর রহমান,স্টাফ রিপোর্টার।। কুড়িগ্রামের রাজারহাটে ৫০০ গ্রাম গাঁজাসহ আশরাফুল ইসলাম( ৩২) নামে এক মাদক ব্যবশায়ীকে আটক করেছে পুলিশ।রাজারহাট থানার নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে (১৭ ফেব্রুয়ারী) রাত ০১.৩০ ঘটিকায় রাজারহাট সদর ইউনিয়নের অন্তর্গত দেবীচরণ মৌজাস্থ জনৈক আব্দুল মতিনের বাড়ির দক্ষিণ পাশে আব্দুল মালেক পিতা- মৃত জালাল উদ্দিন এর সুপারির বাগান থেকে মাদক ব্যবসায়ী আশরাফুল ইসলাম (৩২)কে ৫০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়।
এই মাদক বিরোধী অভিযানের নেতৃত্ব দেন রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু সরকার।
স্থানীয় সুত্রে জানা যায় আশরাফুল ইসলাম ঐ এলাকায় দীর্ঘদিন থেকে মাদক ব্যবশা করে আসছে।
মাদকদ্রব্য আইনে মামলা রুজুর প্রস্তুতি চলছে বলে জানান রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু সরকার।