আনিসুর রহমান স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের রাজারহাটে ঘন কুয়াশার কারনে অটো রিকশা - ট্রলি মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৪ জন। ১১ জানুয়ারি সকাল ৮টায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
রাজারহাট ফায়ার সার্ভিস ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোঃ গোলাম মোস্তফা জানান, সকাল ৮টায় রাজারহাট বাজারের ৫০০ গজ পশ্চিমে তিস্তা সড়কে পশ্চিম দিক থেকে আসা আলু বোঝায় একটি ট্রলি এবং পূর্ব দিক থেকে আসা একটি অটো মুখোমুখি সংঘর্ষে ট্রলির হেল্পার ঘটনাস্থলেই মারা যায়, আমরা লাশ উদ্ধার এবং আহত ৪ জনকে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।
প্রত্যক্ষদর্শী একরামুল হক বলেন, ট্রলির চাকা খুলে যায় তারপর যাত্রী বোঝাই অটোকে ধাক্কা দিয়ে খাতে পড়ে। ট্রলির ওপরে থাকা হেল্পার পানিতে আলুর বস্তার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। নিহতের নাম আব্দুল মানিক বাড়ি উলিপুর উপজেলার চৌমুহনী গ্রামে বলে জানা গেছে।
রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সাঈদ আহমেদ সজিব জানান,
আহত অটোচালক খাইরুল ইসলাম ৩৫ কে কুড়িগ্রাম হাসপাতাল এবং হিমেশ্বর চন্দ্র ৪৫ কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।
রাজারহাট থানার ওসি আব্দুল্লাহিল জামান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ১ এবং আহত চারজনের খবর পেয়েছি এ বিষয়ে মামলার প্রস্তুতি চছে।