ঢাকামঙ্গলবার , ২৫ মার্চ ২০২৫
  1. অপরাধ ও আদালত
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ডেস্ক
  5. কৃষি ও অর্থনীতি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্য-প্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. নির্বাচন
  11. বানিজ্য
  12. বিনোদন
  13. ভিডিও গ্যালারী
  14. মুক্ত মতামত ও বিবিধ কথা
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী মেডিকেল কলেজে ছাত্রদলের কমিটিতে পদ পাওয়া ২ জন’ই ছিলেন ছাত্রলীগ

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
মার্চ ২৫, ২০২৫ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী প্রতিনিধি:: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। রবিবার (২৩ মার্চ) কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১১ সদস্যের আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটি ঘোষণার পরপরই শুরু হয়েছে বিতর্ক। এতে সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদ পাওয়া আবু হানিফা হানীফ ও যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রোবায়েতের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা ছিল বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে কিছু ছবি ও ভিডিও দ্যা ডেইলি ক্যাম্পাসের হাতে এসেছে, যেখানে দেখা গেছে, ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ফটোসেশনে অংশ নিয়েছেন হানীফ ও রোবায়েত। এমনকি ছাত্রলীগের মিছিলে তাঁদের উপস্থিতির প্রমাণও পাওয়া গেছে।

পদ পাওয়া হানীফকে গত ৫ আগস্টের পর আওয়ামী লীগের পার্টি অফিস ভাঙ্গায় আক্ষেপ প্রকাশ করতে দেখা গেছে। কলেজের একটি মেসেঞ্জার গ্রুপে এই আক্ষেপ প্রকাশ করা সেই হানীফ পেলেন ছাত্রদলে পদ।

অন্যদিকে, গত ১৭ জুলাই কোটা আন্দোলন চলাকালে রোবায়েত তার ফেসবুকের এক পোস্টের মাধ্যমে ছাত্রলীগ থেকে বিদায় নেওয়ার কথা জানান।