রাজশাহীর পবায় জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ক জুম সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) উপজেলা পরিষদ সভা কক্ষে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন সহায়তাকারিদের এ জুম সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে জুম অ্যাপসের মাধ্যমে ঢাকা থেকে সংযুক্ত ছিলেন, প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব গোলাম ফারুক, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, উপ-সচিব মাখলেছুর রহমান, এনআইএস ও জাইকা কনসালটেন্টরা।
এদিকে পবা উপজেলা নির্বাহী অফিসার শিমুল আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আল ও আরজিয়া বেগম, সহকারি কমশিনার (ভূমি) শেখ এহসান উদ্দিন, উপজেলা দুর্নিতী প্রতিরোধ কমিটির সভাপতি আশরাফ আলী দেওয়ান, নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক উমর আলী ও সহকারি প্রধান শিক্ষক আকতার ফারুক, ওর্য়াল্ডভিশনের প্রোগ্রাম অফিসার লরেন্স মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কামরুজ্জামান, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা জিনিয়া শারমিন, হুজরীপাড়া ইউনিয়নের উদ্যোক্তা জিয়াউল হক প্রমুখ।
সেমিনারে পবা উপজেলা নির্বাহী অফিসার শিমুল আকতার পাবলিক হেয়ারিং, সিটিজেন চার্টার, বাৎসরিক বাজেট, অভিযোগ বাক্স ও উপজেলা ভূমি অফিসে সেবা গ্রহিতাদের বসার স্থান মাটির মায়াসহ উপজেলা পরিষদের ২০১৯-২০২০ সালের বিভিন্ন সাফল্য নিয়ে আলোচনা করেন। এছাড়া সেমিনারে অংশগ্রহণকারিরা নিজ নিজ কর্মক্ষেত্রে শুদ্ধাচার বাস্তবায়নের প্রতিজ্ঞা করেন।