“রসের সুরে ভাসা ”
রসের হাড়ি,
ওহে প্রিয়,
পুকুরের ওই পাড়ে
কী তোমার বাড়ি?
আমার মুখের হাসি দেখে
আইছো পুকুর ঘাটে।
তোমায় নিয়ে রস খাবো,
চলো যাই রসের হাটে।
রসের হাটে রস পাইলে,
স্বাদের তৃপ্তি পাবে,
তোমার মন গলে যাবে,
সে রস কী তুমি খাবে?
হায় হায়,
ঘুমের আঁখি,
ভোরে দেখা মেলে,
কী সুন্দর পাখি,
আহা, কী অপরূপ তার ডাকা-ডাকি!
আযানের সুরে ঘুম ভাঙ্গে,
সূর্য উদয় হয় ভোরে।
চোখ খুলে,
পাখির কণ্ঠে মাধুর্য ডাকের সুরে।
সুরে সুর মিলিয়ে গায় গান,
গানে গানে মিঠা রস করি প্রাণ।
রসিকতায় মঞ্চে চিত্ত ভাসায়,
হায়রে অদৃশ্য কবি, কী যেন ছন্দ বলে,
রোজ আমার মনের গহীনে হাসায়।
হাসিয়ে কবি নিলো বিদায়,
রসের হাটে রসিকতায়,
রসের তৃপ্তি নিয়ে কুয়াশা ঘেরা পথে বাড়ি ফিরে যায়।
লেখক: চন্দন সাহা