রঙের হাতের ছাপ
মোহাম্মদ জাহিদ হোসেন
তুমি ঠিক জানতে নীল আমার প্রিয় রঙ।
তোমার প্রিয় ছিল অাকাশের অাকাশী রঙ।
আর তোমার সেই আকাশের রঙ
এর মাঝেও মিশে ছিলাম আমি!
তুমি কিছুটা সময় পেলেই আমাকে
রঙের শেডের মানে বোঝাতে।
কোন রঙ এর সাথে কোন
রঙ মিশিয়ে কি রঙ হয়।
সকলে অামার দেওয়ালের রঙের
সুন্দরের কথা বলেছে।
বলেছে অনেকে কতবার বেশি
করে রঙের ব্যবহার নিয়ে।
আমার দেয়ালে ঝোলানো
আছে আমাদের হাতের ছাপ,
আমারটা নীল, তোমার অাকাশী
আর আমাদের দুজনারটা সোনালী।
সেই ফ্রেম আজ সৌন্দর্য্য বাহুল্য
থেকে ইতিহাস হয়ে গেছে –
তোমার হাতের মাপ আর পাল্টাবে না,
পাল্টাতে পারবনা আর সেই আকাশী রঙও।