ঢাকাবৃহস্পতিবার , ৭ জানুয়ারি ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

রংপুর মেট্রোপলিটন পুলিশের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
জানুয়ারি ৭, ২০২১ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

কামরুজ্জামান সেলিম: গত এক বছরে ১ কোটি ১৯ লাখ ৯৪ হাজার ২০০ টাকার মাদকদ্রব উদ্ধার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)এর মধ্যে ১১ হাজার ১৮৩ পিস ইয়াবা,৭৯০ বোতন ফেসসিডিল,দেশি-বিদেশী ৫ হাজার ৭৬৮ লিটার মদসহ হেরোইন রয়েছে।

এছাড়া এক বছরে ১৯টি চাঞ্চল্যকর খুন ক্ললেস মামলা রহস্য উদঘাটন হয়েছে। গ্রেফতার হয়েছে সরকারী ঔষধ কারবারি,নারী ও শিশু নির্যাতন,খুনি প্রতারক,ও জ¦ীনের বাদশা সহ বিভিন্ন আসামী।বুধবার দুপুরে গত বছরের সফলতা তুলেধরে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ।রংপুর নগরে মাদক এবং পুলিশের মধ্যে সংঘটিত অপরাধ দমনে কাউকে ছাড় দেওয়া হয়নি জানিয়ে কমিশনার বলেছেন গত বছরে(আরপিএমপি)অপরাধ বিভাগের ৩টি জোনে ছয়টি থানায় ১হাজার ৫০৮টি মামলা দায়ের হয়েছে।এসব মামলার মধ্যে ১৫১৩টি মামলার তদন্ত শেষে করে নিস্পতি করা সহ ৩ হাজার ৪৭৮ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।এছাড়া এক বছরে ট্রাফিক বিভাগের দুইটি জোনের অধীনে ৪৮হাজার ১৪টি মামলা এবং ২কোটি ২১ লাখ ৫ হাজার ১৫০টাকার জরিমানা আদায় করেছে।একই সময়ে ১ হাজার ৬৫৭টি যানবাহন আটক করে ব্যবস্থা নেওয়া হয়েছে।এক বছরে গোয়েন্দা বিভাগের বিভিন্ন অভিযানে কোটি ৬৬ লাখ ৫০ হাজার টাকার বিভিন্ন অবেধ মালামাল,পণ্য সামগ্রী,অবৈধভাবে সংরক্ষন করা ও এমএস এবং টিসিবির পণ্য সামগ্রী উদ্ধার করা হয়।একই বছরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পরিচালিত বিভিন্ন অভিযানে নকল পণ্য উৎপাদন ও সরবরাহকারী অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনকারী, মেডিকেল,ডায়গনষ্টিক সেন্টার ও ক্লিনিকের দালাল চক্র এবং প্রতারকদের কে আটক করে ২৪ লাখ ৬৫ হাজার ১০০ টাকা জরিমানা করা হয় বলে জানান ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আরপিএমপি উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর মহিদুল ইসলাম,উপ-পুলিশ কমিশনার অপরাধ-আবু মারুফ হোসেন,উপ-কমিশনার আবু সায়েম,উপ-কশিনার ট্রাফিক মেনহাজুল আলম,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ডিবি ও মিডিয়া উওম প্রসাদ পাঠক, সহকারী পুলিশ কমিশনার ফারুক আহম্মেদ।উল্লেখ্য ২০১৮ সালের ১ সেন্টেম্বর আনুষ্ঠানিক ভাবে রংপুর মেট্রোপলিটন পুলিশের যাত্রা, সফলতার সাথে ২য় বছর অতিবাহিত করে ৩য় বর্ষে পদার্পন করেছে ।

আপনার মন্তব্য লিখুন