ঢাকাশুক্রবার , ২০ ডিসেম্বর ২০২৪
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

রংপুর বিভাগীয় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে লালমনিরহাটে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
ডিসেম্বর ২০, ২০২৪ ৬:২৬ অপরাহ্ণ
Link Copied!

আশরাফুল হক,লালমনিরহাট: লালমনিরহাটের সদর উপজেলায় উৎসবমুখর পরিবেশে রংপুর বিভাগীয় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষার্থীদের মেধা, মনন, চিন্তাধারা বিকশিত করার লক্ষ্যে শুক্রবার পৌর শহরের কবী শেখ ফজলল করীম বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০ টায় উপজেলার ৬ টি স্কুলের ৭ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আগত শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকমণ্ডলী এই মেধা মূল্যায়ন বৃত্তি পরীক্ষার আয়োজনকে সাধুবাদ জানিয়ে সামনের দিনগুলোতে শিক্ষার্থীদের মেধা, মনন, চিন্তাধারার বিকাশ সাধনে এমন কার্যক্রমে অংশগ্রহণ ও সহযোগিতা করবেন বলে জানান।

এ সময় কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন শিবরাম আদর্শ পাবলিক স্কুলের পরিচালক রাশেদুল ইসলাম রাশেদ ও উপ-সচিব নাজমুল হাসান আশিক।

এসময় আরো উপস্থিত ছিলেন চাইল্ড কেয়ার স্কুলের পরিচালক হারুন-অর রশীদ, লিটল ফ্লাওয়ার আইডিয়াল পাবলিক স্কুলের পরিচালক জাকারিয়া হোসেন।

এ সময় পরীক্ষা পরিদর্শনে আসেন শিবরাম আদর্শ পাবলিক স্কুলের অধ্যক্ষ আঞ্জুমানারা রাশেদ লতা, আশরাফুল আলমসহ অনেকেই।

উপ-সচিব নাজমুল হাসান আশিক জানান, এ ভাবে শিক্ষার্থীদের মেধা বৃত্তির মাধ্যমে পড়াশোনায় মনোযোগী করে গড়ে তোলার লক্ষ্যে সঠিক দিকনির্দেশনা ও পরিচর্যা করতে পারলে তারা শুধু দেশে নয়,আন্তর্জাতিক অঙ্গনেও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।
আরইসআর/প্রবা

আপনার মন্তব্য লিখুন