বর্তমান সরকারের আমলে কৃষি পণ্যের দাম পেয়ে কৃষক লাভবান হয়েছে কৃষককে উৎপাদিক শষ্য নিয়ে অতীতের মত আর লোকসানের সম্মুণীন হতে হচ্ছে না, সরকার সার সহ বিভিন্ন জাতের বীজ বিনামূল্যে কৃষকদের হাতে তুলে দিচ্ছে এতে করে সমাজ উপকৃত হচ্ছে। এ জন্য বর্তমান সরকারকে কৃষি বান্ধব সরকার বলা হয়। কিন্ত কিছু কালো বাজারি ডিলালের কাছে জিম্মি হয়ে আছে কৃষক। সরোজমিনে জানাযায় মহানগর মেট্রোপলিটন এলাকায় আওতাধীন ব্যবসায়ী প্রতিষ্ঠান গুলো চড়া দামে বিক্রি করছে ক্যাশ মেমো ছাড়া ড্যাপ সার ।
ডিলাররা দেখাচ্ছে ড্যাপ সার সহ বিভিন্ন সারের সংকট । সু-কৌশুলি অজুহাত সরকারী নিয়ম অনুযানী-বিক্রির মূল্য ৮,০০শত টাকা হলে বাস্তবে বিক্রি করা হচ্ছে ৯,৮০ টাকা। রংপুর নগরীর কৃষকগন বিভিন্ন কৃষি কর্মকর্তাদের দপ্তরে মৌখিক অভিযোগ করেও সুফল পায়নি বলে একাধিক কৃষক দাবি করেন। রংপুর জেলা আড়ৎদার সমিতির সহ-সভাপতি আলু চাষি তছলিম উদ্দিন জানান সরকার এই কালো বাজারী ডিলারদের বিরোদ্ধে দ্রæত ব্যবস্থা গ্রহন না করলে রংপুর নগরীর চাষীরা মানববন্ধন সহ বিভিন্ন কর্মসুচি দিতে বাধ্য হবেন। এখন আলুর মৌসুম বর্তমান দেশে আলুর চাহিদা মেটাতে প্রায়োজনীয় জোগান দিেেচ্ছ দেশের কৃষক।
এমন পরিস্থিতিতে কার্যকরভাবে ড্যাপ সার বিক্রি নিয়ন্ত্রণ করা না গেলে কৃষকদের আবাদি আলুতে সংকট তৈরীর আসংখা থাকবে। এ ব্যাপারে বিশিষ্ট্য সাংবাদিক রংপুর জেলা সুজনের সাধারন সম্পাদক আবতাব হোসেন বলেন সরকার সর্ব ক্ষেত্রে সফল হলে ও ডিলারের কাছে যেন আজ জিম্মি।তাই দ্রত এই সংকট মোকাবেলায় রংপুরের দায়িত্ব প্রাপ্ত(বিএডিসি) কর্মকর্তার সুদৃষ্টি কামনা করছেন।