কামরুজ্জামান সেলিম,রংপুর বিভাগীয় প্রধান।। রংপুর নগরীর সাতমাথা‘ শাহ আব্দুর রাজ্জাক স্মৃতি গণ গ্রন্থগার’। কার্যালয় প্রাঙ্গনে সাতমাথা উন্নয়ন পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সাতমাথা উন্নয়ন পরিষদের সভাপতি শিক্ষক বেলাল হোসেনের সভাপত্বিতে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার মেট্রোপলিটন মাহিগঞ্জ জোন মো.আল ইমরান হোসেন, মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা রবিউল ইসলাম, মহানগর আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন চৌধুরী,মাহিগঞ্জ থানা পুলিশিং কমিটির সভাপতি রেজাউল করিম রেজা, সাবেক কাউন্সিলর ও শাহ আব্দুর রাজ্জাক স্মৃতি গণ গ্রন্থগারের সভাপতি সৈয়দ সাজ্জাদ হোসেন ডাবলু, রংপুর জেলা ক্যাবের সাধারন সম্পাদক আহসানুল হক তুহনি,সদস্য হামিদুর রহমান হারুন, সাতমাথা উন্নয়ন পরিষদের সাধারন সম্পাদক সাংবাদিক কামরুজ্জামান সেলিম, সাংবাদিক আমিরুল ইসলাম রাজু,ডা.মোস্তাফিজার রহমান রানা, ফরিদুল ইসলাম ফরিদ,সাতমাথা দোকান মালিক সমিতির সভাপতি প্রার্থী শামীম আশরাফ,শাহ আব্দুর রাজ্জাক স্মৃতি গণ গ্রন্থগারের ফুলবাবু,শাহ পরান, গণ গ্রন্থগার’ সহকারী জমির আলী, বিভাগীয় গণ গ্রন্থগারের আব্দুল বারেক প্রমূখ উপস্থিত ছিলেন। সাতমাথা জামে মসজিদের ঈমাম হাফেজ বায়োজিদ হুসাইন ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন।
ইফতার মাহফিল শেষে সহকারী পুলিশ কমিশনার মো.আল ইমরান হোসেন বলেন সবার সহযোগিতায় সমাজে শান্তি শৃংখলা রক্ষা করা সম্ভব,আপনাদের সকল ভাল কাজের সাথে আমি থাকব।শাহ আব্দুর রাজ্জাক স্মৃতি গণ গ্রন্থগারের আরবি পড়ার ব্যবস্থা রাখার পরামর্শ দেন সহকারী পুলিশ কমিশনার মো.আল ইমরানহোসেন।