রংপুরের সদর উপজেলার ঠাকুরদাস হিন্দুপাড়ায় হামলা চালিয়ে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, মালামাল লুটসহ তাণ্ডবের ঘটনায় দায়ের করা মামলায় জাতীয়তাবাদী ওলামা দলের রংপুর জেলা সভাপতি এনামুল হক মাজেদীসহ ৪৪ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরে আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করলে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোয়েবুর রহমান।
আদালতে আসামি পক্ষের আইনজীবীরা মিথ্যাভাবে আসামিদের পুলিশ মামলায় জড়িয়েছে বলে দাবি করেন এবং জামিন চান। তবে বাদী পক্ষ জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত আসামিদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে কঠোর পুলিশি পাহারায় তাদের কারাগারে পাঠানো হয়।
এ ব্যাপারে আসামি পক্ষের আইনজীবী কাওছার হোসেন জানান, আসামিরা মামলার বিষয়টি জানতো না, এ কারণে আদালতে হাজির হননি। ৪৪ জন আসামি মঙ্গলবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাদের সবাইকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আমরা ন্যায় বিচার পাইনি। আমরা উচ্চ আদালতে জামিনের আবেদন করবো।’
উল্লেখ্য, ২০১৭ সালের ১০ নভেম্বর ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে জেলার ঠাকুরপাড়া হিন্দুপাড়ায় হামলা চালিয়ে অর্ধশতাধিক বাড়ি ঘরে অগ্নিসংযোগ ও মালামাল লুট করা হয়। এ ঘটনায় রংপুর সদর ও গঙ্গচড়া থানায় দুটি মামলা হয়। দুটি মামলাতে ২৬৮ জনকে আসামি করে চার্জশিট দাখিল করে পুলিশ। মঙ্গলবার গঙ্গাচড়া থানায় দায়ের করা মামলার বাদী ছিলেন এসআই মোহাম্মদ আলী। পরে তদন্ত কারে ২৬৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা এসআই মকবুল হোসেন। আদালত চার্জশিট গ্রহণ করে আসামিদের নামে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। দীর্ঘদিন পলাতক থাকার পর ৪৪ আসামি আদালতে আত্মসমর্পন করেছে। অন্য আসামিরা এখনও পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।