রংপুর প্রতিনিধি:: রংপুরের মাহিগন্জে মাদকদ্রব্য গাঁজা সহ দুই যুবককে আটক করেছে মেট্রোপলিটন পুলিশ।মাহিগন্জ থানা সূত্রে জানা যায়, নিয়মিত মাদক অভিযানে সোমবার দুপুরে চেকপোস্ট বসিয়ে দুজনকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন,নগরীর কামার পাড়া মৃত আমিনুল ইসলামের ছেলে সামিউল হাসান (২৬)এবং মুলাটোল এলাকার মশিউর রহমানের ছেলে সাবিত(২৮)।
এদিকে সামিউল হাসান ও সাবিদ নামে আটক দুই যুবকের বিরুদ্ধে হিমেল নামে এক ব্যাবসায়ী অভিযোগ করে বলেন, গতকাল (১৩ আগষ্ট) রোববার মধ্যরাতে তাজহাট এলাকায় আমার বাড়িতে ডিবি পুলিশ পরিচয়ে ৭-৮ জন ঘেরাও করে পরে আমার কাছে থাকা পনেরো হাজার টাকা সহ পাঁচটি স্মার্টফোন নিয়ে যায়।এসময় তারা আমাকে হ্যান্ডকাফ পরিয়ে রাখে।
তিনি আরো বলেন,আমি ব্যবসা এবং ফ্রিল্যান্সিং করি তাই ওরা আমাকে টার্গেট করেছে।কিন্তু পরাগ নামে একজনকে চিনে ফেললে তারা দ্রুত আমার বাড়ি থেকে চলে যান।এদের মধ্যে একজন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাই পথে আছে বলে জানতে পারি।
পরে আজ (১৪ আগস্ট)সোমবার ভুক্তভোগীকে মুঠোফোনে আরো চল্লিশ হাজার টাকা দাবি করে চক্রটি।কিন্তু ভুক্তভোগী তাদের কথায় সায় না দিয়ে বিষয়টি পুলিশকে জানায়।
এদিকে মাহিগন্জ থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান,চক্রটি বাকি টাকা আদায়ের জন্য ভুক্তভোগীকে সাতমাথায় আসতে বলে। এসময় ভুক্তভোগী মাহিগন্জ থানায় এসে চক্রটির বিষয়ে আমাদের জানান পরে তথ্য প্রযুক্তির সহোযোগিতায় জানতে পারি অভিযুক্তরা মাহিগন্জ থানার আশে পাশে রয়েছে।নিয়মিত চেকপোস্ট বসিয়ে তল্লাশী করার সময় একটি মোটরসাইকেলে তিনজনকে সংকেত দেই কিন্তু তাদের মধ্যে একজন পালিয়ে গেলে আমরা দুজনকে আটক করি।এসময় তাদের কাছে থাকা ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেছি।এবিষয়ে মাহিগন্জ থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন।
এবিষয়ে মেট্রোপলিটন পুলিশের অপরাধ বিভাগের উপ পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন জানান,নিয়মিত অভিযানে আমরা দুজনকে মাদক সহ মাহিগন্জ থানায় আটক করেছি এবং একজন পলাতক রয়েছেন তাদের বিরুদ্ধে মাহিগন্জ থানায় মাদক মামলা প্রক্রিয়াধীন এর সাথে তাদের বিরুদ্ধে আরো একটি অভিযোগ রয়েছে।
গতকাল রাতে তাজহাট থানার অন্তর্ভুক্ত একটি বাড়িতে ঢুকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয় দিয়ে টাকা আদায় করে।কিন্তু তারা পূর্ব পরিচিত। টাকা এবং স্মার্টফোন হাতিয়ে নেয়ার বিষয়টি আমরা এখনো ভুক্তভোগীদের অভিযোগ পাইনি পেলে আইনগত ব্যবস্থা নেব।আটক দুজনের মধ্যে একজনের বিরুদ্ধে গংগাচড়া থানায় একটি মাদক মামলা রয়েছে।