রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান এড ছাফিয়া খানম বলেছেন বস্তু নিষ্ঠ লেখনী সংবাদ পত্রের পাতায় তুলে ধরে এলাকার সার্বিক উন্নয়ন করা সম্ভব। এদেশে ৫২ এর ভাষা ৭১ এর মুক্তিযুদ্ধ সহ গুরুত্বপূর্ণ সংগ্রাম ও আন্দোলনে কলম সৈনিকরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
বৈশ্বিক মহামারি করোনা রোগে মানুষ যখন ঘর থেকে বের হওয়ার সাহস পায়না।তখন সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করে ।বৃহঃপতিবার বিকালে রংপুরের আদি শহর মাহিগঞ্জ প্রেসক্লাবের ৩০ বৎসর পুর্তি ৩১ বৎসর পর্দাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিটি প্রেস ক্লাবের সভাপতি স্বপন চৌধুরী বলেছেন সাংবাদিকরা জীবনের ঝুকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করেন ।
এখন সময় এসেছে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হবার। তিনি মাহিগঞ্জ প্রেস ক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি বাবলু নাগ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন মাহিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকবুল হোসেন দুলাল, বক্তব্য রাখেন বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন চৌধুরী, শেখ আবুল কাশেম, মেট্রোপলিটন চেম্বারের পরিচালক আতিক উল্লাহ আতিক, সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ন কবির মানিক,যুগ্ন সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলু, মাহিগঞ্জ দোকান মালিক সমিতির সভাপতি ছালেহ আহম্মেদ মোল্লা,সাবেক আজিজুল্লাহ, মহানগর আওয়ামী লীগের সদস্য ফেরদৌস হাসান চৌধুরী জুয়েল, যুগ্ন ও অর্থ সম্পাদক ইয়াছিন আলী, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান সেলিম,মওদুদ আহম্মেদ,ওসমান গনি,সাংবাদিক আমিরুল ইসলাম প্রমুখ।অনুষ্ঠানের শুরুতেই ক্লাব ভবনে জাতীয় পতাকা উওোলন দুপুরে মিলাদ মাহফিল ও কেক কর্তনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তী ঘটে।