আন্তর্জাতিক প্রতিবেদক।। দীর্ঘদিনের লিভ-ইন সম্পর্কে থাকলে, সম্মতিতে যৌন সম্পর্ক হলে প্রতিশ্রুতি মতো পুরুষ বিয়ে করতে ব্যর্থ হলে পরবর্তীকে একে ধর্ষণ বলে গণ্য করা যাবে না। সোমবার এ কথা বলেছেন ভারতীয় সুপ্রিম কোর্ট।
টাইমস অব ইন্ডিয়া জানায়, প্রধান বিচারপতি এস এ বোবদে-সহ অন্য দুই বিচারকের গঠিত বেঞ্চ থেকে এ মন্তব্য আসে।
সেখানে বলা হয়, বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া ভুল।
এমনকি কোনো নারীর বিয়ের প্রতিশ্রুতি দেওয়া উচিত নয় এবং তা থেকে সরে আসাও। কিন্তু এর মানে নয় যে দীর্ঘদিনের লিভ-ইন সম্পর্ক, সম্মতিমূলক যৌন সম্পর্ক ধর্ষণ হবে।
লিভ-ইন সম্পর্কে থাকা দুই কল সেন্টার কর্মীর একটি মামলার সূত্র ধরে এই পর্যবেক্ষণ আসে। যেখান পুরুষ সঙ্গী অন্য নারীকে বিয়ে করলে তার লিভ-ইন পার্টনার ধর্ষণের অভিযোগ আনেন।
আইনজীবী অনিতা বশিষ্ঠনাথ অভিযোগ করেন, দুই বছর একসঙ্গে থাকার সময় পুরুষটি ওই নারীকে বারবার যৌন সম্পর্কে আসতে বাধ্য করেছে।
বিচারপতি বোবদে বলেন, সম্পর্ক ভাঙার পর ইদানিং এই অভিযোগ খুব বেশি করে উঠছে। কিন্তু সম্মতিতে যে যৌন সম্পর্ক হয় তা ধর্ষণ বলে পরিগণিত হতে পারে না