গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধায় আওয়ামীগের কেন্দ্রীয় কর্মসূচিতে অবস্থানকালে মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিরিন আরা শেফা ও সাংগঠনিক সম্পাদক রওশনারা মুক্তিকে অসম্মান ও অপমানজনক কথা বলায় প্রতিবাদ কর্মসুচী পালিত হয়েছে।
বৃহস্পতিবার(৩ আগষ্ট) দুপুরে গাইবান্ধা জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ প্রতিবাদ কমসুচী পালন করা হয়। এ সময় মহিলা আওয়ামী লীগের সাথে একাত্মতা জানিয়ে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন গাইবান্ধা পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মতলুবর রহমান। এছাড়াও প্রতিবাদ কর্মসূচিতে মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিবাদ কর্মসূচিতে মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ জানান, গত ৩০ জুলাই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি'র নৈরাজ্য অগ্নি সন্ত্রাস বাসে আগুন দেয়ার প্রতিবাদে গাইবান্ধা জেলা আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সেই বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী গাইবান্ধা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক কে অপমান ও অসম্মানজনক কথা বলে। তারই প্রতিবাদে আজকে প্রতিবাদ কর্মসূচি পালন করা হলো। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে কাউকে ছাড় না দেয়ার কথা জানান।