আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে গত শুক্রবার বিকেলে কাউন্সিলার মনোনয়নপত্র সংগ্রহ করেন বর্তমান ৮ নং ওয়ার্ডের কাউন্সিলার মফিজ উল্লাহ কোম্পানি।এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলার এর ভক্ত প্রিয় অসংখ্য কর্মীরা,যুবকদের নিজাম ভাই' নিজাম ভাই শ্লোগানে মুখরিত ফেনী শহর।
কাউন্সিলার মনোনয়নপত্র সংগ্রহের পর মফিজ উল্লাহ কোম্পানি বলেন, আশা করি আমাকে মনোনয়ন দেবেন।আর যদি আমাকে মনোনয়ন না দেওয়া হয়, তাহলে ফেনী জেলার উন্নয়নের কান্ডারী সংসদ সদস্য এমপি জননেতা নিজাম উদ্দিন হাজারী যাকে মনোনীত করে দিবেন- এমপি মহোদয়ের দিকনির্দেশনা আমি কাজ করে যাব।কারণ আমার বিশ্বাস, যোগ্য লোককে উনি বাছাই করে দিবেন। এমপি জননেতা নিজাম উদ্দিন হাজারী আমাকে একবার কমিশনার বানিয়েছেন,যার জন্য আমি সারাজীবন কৃতজ্ঞ থাকবো এবং যতদিন বাঁচি এমপি মহোদয়কে অনুসরণ করে, কাজ করে যাবো এলাকাবাসীর জন্য,আমি শুধু সকলের দোয়া ও ভালোবাসা চাই,এর থেকে আমার বেশি কিছু চাওয়ার নাই।