মৌসুমি ভালোবাসা
ফরিদা বেগম
মৌসুমি ভালোবাসা তোমার
বসন্তের কোকিলের মতন,
ক্ষণ, মন না বুঝে না জেনে
ডেকে গেল মেঘে বজ্রনাদে কখন।
ফিরে দেখবো কি ভাবি দেখবো না
চোখে চোখ রাখবো কি ভাবি রাখবো না,
তবে অনায়াসে মুচকি হেসে ফিরলে পিছন
বুক পকেটে নিয়ে গেলে বেশরম মন।
বেশ তো ছিলাম মগ্ন নিজের মতন
ছিল না ভাবনা কারো মন উচাটন
এখন দিবানিশি তুমিময় ভাবনায়
এ মন এখন তুমিটাকে আটকাতে চায়।
বসন্তের শেষে রঙিন মান্দারের বিদায়বেলা
চকিত চাহনির ভালোলাগার রেশ,
বিদ্রুপে, বিষবানে ঠাঁই পেল স্মৃতির হিমাগারে
ফুটিল না ফুল, রইল না বাঁশির ডাকাতিয়া আবেশ।