স্টাফ রিপোর্টার:: বৃষ্টি বয়ে নিয়ে আসা মৌসুমি বায়ু বিদায় নিতে শুরু করেছে। দেশের প্রায় সব বিভাগ থেকেই ইতিমধ্যে দক্ষিণ-পশ্চিমের এ বায়ু বিদায় নিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মৌসুমি বায়ু চলে যাওয়ার পরই তাপমাত্রা কমতে থাকে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদেরা বলছেন, ইতিমধ্যে দেশের তাপমাত্রা বিভিন্ন স্থানে কমতে শুরু করেছে। আজ বুধবারের পর থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করতে পারে ধারাবাহিকভাবে। আর এ সময়ের মধ্যে রাতের তাপমাত্রাও কমবে।
আবহাওয়া অধিদপ্তরের হিসাবে সাধারণত ৩১ মে মৌসুমি বায়ু উপকূলীয় জেলা কক্সবাজারের টেকনাফ অঞ্চল হয়ে দেশে প্রবেশ করে। পরদিন তা কক্সবাজার, চট্টগ্রাম, উত্তর-পূর্বের সিলেট এবং ধীরে ধীরে দেশের মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়ে। এবার ৮ জুন মৌসুমি বায়ু বাংলাদেশে প্রবেশ করে বলে আবহাওয়া অধিদপ্তর জানায়। এর প্রভাবে ওই দিন থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়।
তবে দেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয় যে জুলাই মাসে, সেখানে এবার গড় বৃষ্টির চেয়ে ৬০ শতাংশ কম বৃষ্টি হয়েছে। আগস্টে মোটামুটি স্বাভাবিক বৃষ্টি হয়েছে। সেপ্টেম্বরেও স্বাভাবিক ছিল। অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই শুরু হয় প্রবল বৃষ্টি। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে এবার রেকর্ড বৃষ্টি হয় ৫ অক্টোবর। তারপর বৃষ্টি কমে এলে শুরু হয় গরম।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ জানিয়েছেন, এখন মৌসুমি বায়ুর বিদায় নেওয়ার সময়। মৌসুমি বায়ুর বিদায় আর ঠান্ডা বয়ে নিয়ে আসা পুবালি বাতাসের মধ্যে সংঘাত হয়। এরপরই তাপমাত্রা কমতে থাকবে। ইতিমধ্যে কমতে শুরু করেছে।
বজলুর রশীদ বলছিলেন, আগামী মঙ্গল বা বুধবার থেকে তাপমাত্রা কমতে শুরু করতে পারে। রাতের তাপমাত্রা ইতিমধ্যেই কমতে শুরু করেছে। তা আরও কমতে পারে।
এর আগে গত শুক্রবার সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল। তবে এতে তেমন কোনো প্রভাব পড়েনি দেশে। আর আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যে লঘুচাপ সৃষ্টির বা বৃষ্টির কোনো সম্ভাবনা দেখছেন না আবহাওয়াবিদ মো. ওমর ফারুক। তিনি বলছিলেন, বৃষ্টি না হলেও গরমের তীব্রতা থাকবে না। এখন তাপমাত্রা কমা-বাড়ার মধ্যে থাকবে। মাসের শেষ দিক থেকে তাপমাত্রা বেশি মাত্রায় কমতে শুরু করতে পারে।