শনিবার (১২ ডিসেম্বর) সকাল ১১টায় লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ভবনের সামনে লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য ভেঙ্গে অবমাননার প্রতিবাদে এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম এর আহবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সিরাজুল হক প্রমুখ। এ সময় লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোকছেদুর রহমান, আলহাজ্ব খোরশেদ আহমেদ দুলাল, আলহাজ্ব সেকেন্দার আলী, আলহাজ্ব শাহ আলম শেখ, মোড়ল হুমায়ুন কবীর, সাখাওয়াত হোসেন, আব্দুল আহাদ লুলু, এনামুল হক, রেজাউল করিম স্বপন, আব্দুল খালেক বাবুসহ অন্যান্য ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সিরাজুল হক তার বক্তব্যে বলেন, এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম এর আহবানে আজকের মানববন্ধনে দাড়িয়েছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্যে যারা আঘাত হেনেছে তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে দ্রুত বিচার কার্যক্রম সম্পর্ণ করতে হবে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশনেত্রী শেখ হাসিনা আমাদের স্বপ্নের পদ্মাসেতুর কাজ ইতিমধ্যে শতভাগ সম্পূর্ন করেছেন, দেশ আমাদের এগিয়ে যাচ্ছে। এ ধারা অব্যাহত রাখতে হবে।