রাকিব হোসেন, ফেনী।। ২০২০ সালকে ‘মুজিব বর্ষ’ হিসেবে উদযাপনের ঘোষণা আগেই দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
মুজিববর্ষ উপলক্ষে ফেনীর সোনাগাজী ৮ নং আামিরাবাদ ইউনিয়নের আমির উদ্দিন মুন্সির হাট ব্যবসায়ীদের উদ্যোগে হুন্ডা কাপ ফুটবল টুর্নামেন্ট –২০২১ কমিটি করা হয়।
ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজীর ৮ নং আমিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জহির আলম, ফেনী জেলা পরিষদের সদস্য,সোনাগাজী উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি জনাব ফারুক হোসেন,ও আমিরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আরুমিয়া মেম্বার সহ টুর্নামেন্ট পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।