কিশোরগঞ্জ প্রতিনিধি:: পিন মুখে নিয়ে হিজাব পরতে গিয়ে গিলে ফেলেছেন কিশোরগঞ্জের হোসেনপুরের এক মাদ্রাসাছাত্রী। রোববার (১৭ সেপ্টেম্বর) মাদ্রাসায় যাওয়ার প্রস্তুতি নেয়ার সময় এ ঘটনা ঘটে। রাতে শহরের একটি বেসরকারি ক্লিনিকে অপারেশন ছাড়াই পিনটি বের করে আনেন চিকিৎসক মোহাম্মদ আবিদুর রহমান ভূঞা।
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক মুহাম্মদ আবিদুর রহমান ভূঞা (জিমি)। তিনি ফেসবুক আইডিতে এক পোস্টে লিখেছেন, মাদ্রাসা ছাত্রীর বয়স ১৮ বছর। মেয়েটি পিন মুখে নিয়ে হিজাব পরতে গিয়ে গিলে ফেলেন। সন্ধ্যায় তাকে তার মামা চেম্বারে আনেন। তিনি সে পিনটি এন্ডোস্কপি করে ফরেন বডি ফরসেপ দিয়ে বের করেন। মেয়েটি সুস্থ আছে।
মুহাম্মদ আবিদুর রহমান ভূঞা বলেন, মাদ্রাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নেয়ার সময় হিজাব পরতে গিয়ে পিনটি গিলে ফেলে মেয়েটি। ভয়ে সারাদিন সে কিছুই খায়নি। সন্ধ্যায় ক্লিনিকে নিয়ে আসলে এক্সরে করে পজিশন দেখি। পরে অপারেশন ছাড়াই পিনটি আধা ঘণ্টা চেষ্টা করে এন্ডোস্কপি করে ফরেন বডি ফরসেপ দিয়ে বের করেন। পিনটি নাভির কাছাকাছি ছিল।