সাইমন হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫০ লাখ টাকা সাহায্য নিয়ে সিঙ্গাপুরে চিকিৎসা নিতে যাওয়ার অপপ্রচারের জন্য মেহেদী হাসান রনি নামে এক যুবকের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানি মাললা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরের ঠাকুরগাঁও অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা দায়ের করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জয়নাল আবেদীন। জানা যায় মেহেদী হাসান রনি রংপুরের পীরগঞ্জ উপজেলার বাজিদপুর গ্রামের আব্দুল বক্করের ছেলে।
মামলার বাদী জয়নাল আবেদীন বলেন, মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ে নিজের জায়গা জমি বিক্রি করে রাজনীতি, সংসার ও চিকিৎসা করে আসছে। যিনি প্রতিমন্ত্রী থাকা অবস্থায় সরকারের দায়িত্বে থাকা অবস্থায় দূর্ণীতির কোন ছিটেফোটাও নাই তার মত একজন স্বনামধন্য রাজনীবিদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট তথ্য প্রকাশ করে ফেসবুকে অপপ্রচার চালানো হচ্ছে। এ কারণে দণ্ডবিধি ৫০০ ও ৫০১ ধারায় মেহেদী হাসান রনির নামে মামলা দায়ের করা হয়েছে।মামলাটি অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস রমেশ কুমার ডাগা গ্রহণ করেছেন এবং আদেশের জন্য রেখেছেন।
উল্লেখ্য, সম্প্রতি ফেসবুকে ৫০ লাখ টাকার একটি চেকের ছবি ভাইরাল হয়। সেখানে বলা হয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অনুদান নিয়ে চিকিৎসা সহায়তা নিয়ে বিদেশ ভ্রমণে মির্জা ফখরুল। এরই পরিপ্রেক্ষিতে ঠাকুরগাঁওয়ে ৫০০ কোটি টাকার মানহানি মামলা করা হয়।