ঢাকাবুধবার , ২ এপ্রিল ২০২৫
  1. অপরাধ ও আদালত
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ডেস্ক
  5. কৃষি ও অর্থনীতি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্য-প্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. নির্বাচন
  11. বানিজ্য
  12. বিনোদন
  13. ভিডিও গ্যালারী
  14. মুক্ত মতামত ও বিবিধ কথা
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

‘মান্নাত’ ছাড়ার পর মুম্বাইয়ের ফ্ল্যাটও বিক্রি করে দিলেন গৌরী

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
এপ্রিল ২, ২০২৫ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক:: বলিউড সুপারস্টার শাহরুখ খানের অতিপ্রিয় বাসভবন ‘মান্নাত’ ছেড়ে নতুন ঠিকানায় উঠছেন। মূলত মান্নাতের পুনর্নির্মাণ ও সম্প্রসারণের কাজের জন্যই তারা সাময়িকভাবে অন্যত্র বসবাস করবেন। অন্যদিকে শাহরুখ স্ত্রী গৌরী খান বিশাল অঙ্কের টাকা মুনাফায় মুম্বাইয়ের দাদর পশ্চিমে অবস্থিত একটি ফ্ল্যাট বিক্রি করেছেন।

একটি সূত্র জানায়, গৌরী ফ্ল্যাটটি ১১ কোটি ৬১ লাখ টাকায় বিক্রি করেছেন। প্রায় ২০০০ বর্গফুটের ফ্ল্যাটটির সঙ্গে রয়েছে দুটি গাড়ি রাখার জায়গা। ২০২২ সালের আগস্ট মাসে ৮ কোটি ৫০ লাখ টাকা খরচ করে ফ্ল্যাটটি কিনেছিলেন গৌরী খান। মার্চ মাসে দুপক্ষ কাগজপত্রে সই করেছেন।

রিয়েল এস্টেট বিশেষজ্ঞদের একাংশের মতে, চলতি বছরে ফ্ল্যাটটির বিক্রয়মূল্য প্রায় ৩৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আড়াই বছরে ফ্ল্যাটটি বিক্রি করে প্রায় ৩ কোটি ১১ লাখ টাকা মুনাফা হয়েছে গৌরীর। তবে এই ফ্ল্যাটটি গৌরী কেন বিক্রি করেছেন, তা জানা সম্ভব হয়নি।

এদিকে ‘মান্নাত’-এর সংস্কারকাজ শুরু হয়েছে। বলিউড সুপারস্টার আপাতত তার পরিবারকে নিয়ে পালি হিলের একটি বিলাসবহুল বাড়িতে থাকতে শুরু করেছেন। ‘মান্নাত’-এ নির্মাণকাজ শুরু হবে বলেই এই নতুন বাড়িটি ভাড়া নিয়েছিলেন কিং খান। জানা গেছে, আগামী দুই বছর ধরে ‘মান্নাত’-এ সংস্কারকাজ চলবে।