গাইবান্ধা প্রতিনিধি:: সাম্যের ভিত্তিতে মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে দেশনায়ক তারেক রহমানের সালাম, শুভেচ্ছা এবং ৩১ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহহিয়া।
সোমবার (৫ নভেম্বর) গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে এ লিফলেট বিতরণ করা হয়।
ছাত্রদলের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা শাখার ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক, সহসভাপতি ইমাম হোসেন দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হাসান আলাল, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিদ শাকিল, সহ-সাংগঠনিক সম্পাদক ফিরোজ শেখ, এবং দপ্তর সম্পাদক খন্দকার রাকিবুল ইসলাম রাকিব। এ ছাড়া জেলার আওতাধীন বিভিন্ন থানা, পৌরসভা এবং কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দও এতে অংশগ্রহণ করেন।
এই কর্মসূচির মাধ্যমে ছাত্রদল নেতারা গণমানুষের মাঝে মানবিক রাষ্ট্র বিনির্মাণের জন্য তারেক রহমানের দিকনির্দেশনাগুলো তুলে ধরেন। তারা জানান, বর্তমান সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করে সমতা, ন্যায়বিচার এবং স্বাধীনতা রক্ষার জন্য ছাত্রদলের এই প্রচেষ্টা। ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনায় সারাদেশে একইভাবে লিফলেট বিতরণ এবং জনসচেতনতা বৃদ্ধির কর্মসূচি চলছে।
উল্লেখ্য, তারেক রহমানের এই ৩১ দফা কর্মসূচি জাতীয়তাবাদী আদর্শকে সামনে রেখে একটি গণমুখী সমাজ ব্যবস্থা ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রাখবে বলে ছাত্রদল নেতারা আশাবাদ ব্যক্ত করেছেন।